অ্যাকসেসিবিলিটি লিংক

যৌন নিপিড়ন বিরোধী প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা


বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণ
বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণ

কালো পতাকা, কালো ব্যাজ, আর কালো কাপড় মুখে জড়িয়ে, প্রতিবাদী আল্পনা এঁকে, যৌন নিপিড়ন বিরোধী কনসার্ট, মানববন্ধন, বিক্ষোভ, অনশন আর প্রতিবাদের নানা ভাষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মঙ্গলবারও নিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন। এখনও পর্যন্ত দোষীদের শনাক্ত করা যায়নি বলে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে। পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাপ্ত সিসি টিভির ফুটেজ পরীক্ষা-নিরীক্ষা চলছে। বাংলাদেশ পুলিশের প্রধান জাভেদ পাটোয়ারী বলেছেন, এই ঘটনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই ঘটনাকে নিয়ে যাতে কোন রাজনীতি করা না হয় তার আহবান জানিয়েছেন।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রীটির সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বলেছেন, ধর্ষক পরিচিত না হলেও তাকে দেখলে ছাত্রীটি চিনতে পারবে। প্রতিবাদী ছাত্ররা আগামী শনিবার ঢাকার শাহবাগ থেকে কুর্মিটোলা পর্যন্ত পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছেন। ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:01:13 0:00


XS
SM
MD
LG