অ্যাকসেসিবিলিটি লিংক

চীনে অবস্থানকারী বাংলাদেশীদের ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী


করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে চীনে অবস্থানকারী বাংলাদেশী যারা দেশে ফিরতে চাইবেন, তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সোমবার তার ফেসবুক পোস্টে ওই নির্দেশনার কথা জানিয়ে বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার পরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে কাজ শুরু করেছে। বাংলাদেশ সরকার এ ব্যাপারে ইতোমধ্যে চীন সরকারের সাথে আলোচনা শুরু করেছে। আর কি প্রক্রিয়ায় এটি করা হবে তা বাস্তবতার নিরিখে স্থানীয় প্রশাসনের সম্মতির ভিত্তিতে করা হবে বলে শাহরিয়ার আলম ওই ফেসবুক পোস্টে জানিয়েছেন। বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তাই সরকারের মূল লক্ষ্য উল্লেখ করে ওই পোস্টে বলা হয়, দিনের শেষে একটি নির্দেশনা দেওয়া হচ্ছে যার মূল উদ্দেশ্য থাকবে- আগ্রহী বাংলাদেশীদের তালিকা প্রণয়ন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, করোনা ভাইরাসের উৎপত্তিস্থল ইউহান এলাকায়ই কমপক্ষে ৪০০ বাংলাদেশী ছাত্র অবস্থান করছেন।
এদিকে, করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় সম্পর্কে মঙ্গলবার বাংলাদেশের আন্তঃমন্ত্রণালয়ের এক বৈঠক আহ্বান করা হয়েছে। ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট।

XS
SM
MD
LG