অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রে মার্চের শেষে আধিপত্য বিস্তার করবে যুক্তরাজ্যের রূপান্তরিত করোনাভাইরাস-ফাউচি


National Institute of Allergy and Infectious Diseases Director Anthony Fauci addresses the daily press briefing at the White House in Washington, Jan.21, 2021.
National Institute of Allergy and Infectious Diseases Director Anthony Fauci addresses the daily press briefing at the White House in Washington, Jan.21, 2021.

ডাঃ অ্যান্টনি ফাওচি বলেছেন যে রূপান্তরিত ব্রিটিশ করোনভাইরাস এত দ্রুত ছড়িয়ে যাচ্ছে যে এটি মার্চ মাসের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের প্রভাবশালী প্রজাতিতে পরিণত হতে পারে।

হোয়াইট হাউসে করোনা ভাইরাস রেসপন্স টিমের আন্তর্জাতিক সংবাদ ব্রিফিংয়ের সময় তিনি বলেন করোনাভাইরাসের মূল প্রজাতিটি যুক্তরাষ্ট্রে এখনও প্রাধান্য বিস্তার করে রেখেছে।

তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের চিকিৎসা বিষয়ক প্রধান উপদেষ্টা, ফাওচি বলেছেন, পরিসংখ্যান অনুযায়ী যুক্তরাজ্য থেকে আসা করোনাভাইরাসের এই রূপান্তর, যাকে কিনা B117 নাম দেয়া হয়েছে, এটি খুব দ্রুত ছড়াচ্ছে এবং এটি ছয় সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রে করোনার প্রভাবশালী প্রজাতিতে পরিনত হতে পারে।

তবে তিনি এও বলেছেন যে উৎসাহজনক খবর হলো বর্তমানে যুক্তরাষ্ট্রের বিতরণ করা টীকা এই প্রজাতির বিরুদ্ধে বেশ কার্যকর বলে প্রমাণিত হয়েছে।

XS
SM
MD
LG