অ্যাকসেসিবিলিটি লিংক

তৃতীয় ভ্যাকসিন হিসেবে জনসন এন্ড জনসন এর টিকার যাত্রা শুরু


Boxes of the Johnson & Johnson COVID-19 vaccine are seen at the McKesson Corporation, in Shepherdsville, Kentucky, March 1, 2021.
Boxes of the Johnson & Johnson COVID-19 vaccine are seen at the McKesson Corporation, in Shepherdsville, Kentucky, March 1, 2021.

আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্লিনিক এবং ফার্মেসীগুলিতে জনসন এন্ড জনসন এর ৪ মিলিয়ন অর্থাৎ ৪০ লক্ষ টিকার ডোজ পৌছে যাচ্ছে।

গত ডিসেম্বরে ফাইজার ও মডার্নার অনুমোদনের পর যুক্তরাষ্ট্রে তৃতীয় ভ্যাকসিন হিসেবে জরুরি ব্যবহারের অনুমোদন (ইইউএ) পেল জনসন এন্ড জনসন।

নতুন ভ্যারিয়ান্টসহ গুরুতর কোভিড-১৯ প্রতিরোধে এই ভ্যাকসিন অধিকতর কার্যকর।

৪০ হাজার লোকের মধ্যে বৈশ্বিক ট্রায়ালে এই ভয়ংকর রোগের বিরুদ্ধে ভ্যাকসিনটি ৮৫.৪ শতাংশ কার্যকর, তবে রোগটির মডারেট ফর্মে কার্যকারিতা কমে ৬৬.১ শতাংশ দাঁড়ায়। দুই ডোজের ফাইজার ও মডের্নার কার্যকারিতা ৯৫ শতাংশ।

জনসন এন্ড জনসন এর টিকাটি একক ডোজের টিকা। এটি ব্যবহার করা সহজ।

ফাইজার-বায়োএনটেক এবং মডার্নার শটগুলোর তুলনায় জনসন এন্ড জনসন ভ্যাকসিনের কেবল একটি শট প্রয়োজন এবং হিমায়িত হওয়ার দরকার নেই। সহজেই ব্যবহারযোগ্য এই ভ্যাকসিনটি পপ-আপ ভ্যাকসিনেশন সাইটগুলি, মোবাইল ক্লিনিকগুলিতে ফ্রিজার ছাড়াই, সাধারন ফ্রিজে রাখা যায়।

XS
SM
MD
LG