অ্যাকসেসিবিলিটি লিংক

ভাইস প্রেসিডেন্ট হিসেবে কামালা হ্যারিসের প্রথম বিদেশ সফর


Vice President Kamala Harris speaks during a news conference at the National Palace in Guatemala City, June 7, 2021.
Vice President Kamala Harris speaks during a news conference at the National Palace in Guatemala City, June 7, 2021.

যুক্তরাষ্ট্র যখন মাদক চোরাচালান ও পাচারের বিরুদ্ধে সোমবার নতুনভাবে লড়াইয়ের ঘোষণা দিতে চলেছে সে সময়ে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কামালা হ্যারিস তার প্রথম বিদেশ সফরে গুয়েতেমালার নেতাদের সাথে অভিবাসন ও দেশান্তর এবং নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন।

প্রশাসনের উর্ধ্বতন এক কর্মকর্তা সংবাদদাতাদের বলেন যে, তাঁরা আশা করছেন দুর্নীতি মোকাবিলার জন্য অতিরিক্ত পদক্ষেপের ঘোষণাও তাঁরা দেবেন ,তবে এই মুহুর্তে অতিরিক্ত অর্থ সাহায্যের বিষয়ে ঘোষনা দেয়ার কোনও পরিকল্পনা নেই।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, হ্যারিসকে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে চলে আসা আশ্রয়প্রার্থীর সংখ্যা বৃদ্ধির পেছনের কারণগুলির সমাধানের প্রচেষ্টায় নেতৃত্ব দেয়ার দায়িত্ব দিয়েছেন।

গুয়েতেমালার প্রেসিডেন্ট, আলেহান্দ্রো গিয়ামাত্তেই ‘র সাথে আলোচনার পাশাপাশি, হ্যারিস সোমবার সমাজের নেতাদের সঙ্গে এবং উদ্যোক্তাদের সঙ্গেও বৈঠক করছেন।

XS
SM
MD
LG