অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ান্মারের ছায়া সরকারের রোহিঙ্গাদের সহায়তা করার অঙ্গীকারকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র


Protesters hold posters in support of the National Unity Government (NUG) during a demonstration against the military coup on "Global Myanmar Spring Revolution Day" in Taunggyi, Shan state on May 2, 2021. (Photo by STR / AFP)
Protesters hold posters in support of the National Unity Government (NUG) during a demonstration against the military coup on "Global Myanmar Spring Revolution Day" in Taunggyi, Shan state on May 2, 2021. (Photo by STR / AFP)

সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে বৈষম্য এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে মিয়ান্মারের ছায়া সরকার কর্তৃক সহযোগীতা করার অঙ্গীকারকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।

রোববার ব্লিঙ্কেন এক টুইট বার্তায় বলেছেন যে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি) এর প্রতিশ্রুতি, সামূহিক গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য যারা কাজ করছেন তাদের সকলের পক্ষে একটি গুরুত্বপূর্ণ সংকেত।

মিয়ান্মারের বহিষ্কার হওয়া আইনজীবিদের সমন্বয়ে গঠিত এনইউজি নামের এই দলটি, সামরিক সরকারকে উৎখাত করতে সহায়তা করার জন্য আহ্বান গত সপ্তাহে রোহিঙ্গাদের প্রতি জানিয়েছিল এবং ভবিষ্যতে গণতান্ত্রিক রাষ্ট্রে এই জনগোষ্ঠিকে নাগরিকত্বের প্রতিশ্রুতি দিয়েছে।

XS
SM
MD
LG