অ্যাকসেসিবিলিটি লিংক

আফগান শরণার্থীদের আশ্রয় দেয়ার ইউরোপের আহ্বান প্রত্যাখ্যান করেছে তুরস্ক


আফগান শরণার্থী, ছবি-এপি
আফগান শরণার্থী, ছবি-এপি

ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেন, ইউরোপে আফগান আশ্রয়প্রার্থীদের কাগজ-পত্র প্রক্রিয়া করার কেন্দ্র হিসেবে তুরস্ককে আহ্বান করেছে। তুরস্ক সেই আহ্বান প্রত্যাখ্যান করছে।

তুরস্ক সরকারের মুখপাত্র ওমর সেলিক সোমবার বলেছেন যে, তুরস্ক ইতিমধ্যে প্রায় ৫০ লক্ষ শরণার্থীকে আশ্রয় দিয়েছে, বেশিরভাগই সিরিয়ার গৃহযুদ্ধ থেকে পালিয়ে আসা। এর থেকে বেশী আর নেয়া সম্ভব না।


সেলিক বলেন, তুরস্কের আর একটিও শরণার্থী নেওয়ার ক্ষমতা নেই। তিনি বলেন, তুরস্ক শরণার্থী শিবির নয় এবং এটি ট্রানজিট পয়েন্টও নয়।

বিশ্লেষক আসলি আইদিন্তাসবাস বলেন, তুরস্কের জনমত আফগান শরণার্থীদের নিয়ে যে কোনো নতুন চুক্তির তীব্র বিরোধী।

শরণার্থীদের উপস্থিতি নিয়ে ক্ষোভ এর ফলে এই মাসের গোড়ার দিকে রাজধানী আঙ্কারার একটি শহরতলিতে সহিংসতার সৃষ্টি হয়েছিল, যেখানে শত শত মানুষ সিরিয়ার অভিবাসীদের বাড়ি ও দোকানগুলিতে আক্রমণ করেছিল।

আঙ্কারা এখন ইরানের সঙ্গে তার সীমান্তকে সুরক্ষিত করার প্রচেষ্টা বাড়িয়েছে, এটি আফগানদের জন্য তুরস্কে প্রবেশ করতে চাওয়ার প্রধান ট্রানজিট পথ। তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েব এরদোয়ান ঘোষণা করেছেন যে সীমান্তে একটি বেড়া নির্মাণের কাজ দ্রুততর করা হবে।

XS
SM
MD
LG