যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন শুক্রবার ইংল্যান্ডের লিভারপুলে পৌঁছেছেন। সেখানে তিনি ব্যক্তিগত ভাবে উপস্থিত হয়ে পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে নিয়ে গঠিত সংগঠন আসিয়ান সম্পর্কে বেশ কয়েকটি বৈঠক করবেন। ডিসেম্বর মাসের ৯ তারিখ থেকে ১৭ তারিখ পর্যন্ত এই সফরের অংশ হিসেবে তিনি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং হাওয়াই সফর করবেন।
যুক্তরাষ্ট্রের এই শীর্ষ কূটনীতিক শুক্রবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস এবং জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বারবোকসহ জি-৭ নেতাদের সাথে বৈঠক করবেন।
ব্লিংকেনের এই সফরের লক্ষ্য আসিয়ানের সাথে "কৌশলগত অংশীদারিত্ব"কে আরও এগিয়ে নেয়া। প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের লক্ষ্য ২০২২ সালের শুরুতে একটি নতুন "ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক" শুরু করা এবং যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার অংশ
লিভারপুলে অনুষ্ঠিত দুই দিনের জি-সেভেন পররাষ্ট্র ও উন্নয়ন মন্ত্রীদের বৈঠকে প্রথমবারের মতো আসিয়ান সদস্যদের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। জি-সেভেন হচ্ছে বিশ্বের বিত্তশালী গণতান্ত্রিক দেশ নিয়ে গঠিত সংগঠন যা গ্রুপ অফ সেভেন নামে পরিচিত। শুক্রবার থেকে জি-সেভেনের বৈঠক শুরু হয়েছে।
আগামী সপ্তাহে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সফরের আগে জি-৭ বৈঠকের সময় দক্ষিণ-পূর্ব এশিয়ার ব্লকের কয়েকজন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্লিংকেনের বৈঠক হওয়ার কথা রয়েছে।
জাকার্তায় তিনি ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের তাৎপর্য সম্পর্কে মন্তব্য করবেন এবং যুক্তরাষ্ট্রে-ইন্দোনেশিয়া কৌশলগত অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরবেন।