যুক্তরাষ্ট্রে প্রতি বছর জানুয়ারি মাসের তৃতীয় সোমবার মার্টিন লুথার কিং জুনিয়র দিবস পালন করা হয়। এর ধারাবাহিকতায় এ বছর ১৭ জানুয়ারি, সোমবার পালিত হতে যাচ্ছে মার্টিন লুথার কিং জুনিয়র দিবস। বিখ্যাত মানবাধিকার নেতা মার্টিন লুথার কিং সারা জীবন বর্ণবৈষম্যের বিরুদ্ধে ও কৃষ্ণাঙ্গদের সমঅধিকার আদায়ে লড়াই করে গেছেন। তাঁর নেতৃত্বে আমেরিকায় কালো মানুষ পেয়েছে সাদা মানুষের সমান অধিকার।
ছবিতে মার্টিন লুথার কিং জুনিয়র

১
মোহাম্মদ আলী এবং মার্টিন লুথার কিং সাংবাদিকদের সাথে কথা বলছেন। মার্চ ২৯, ১৯৬৭।

২
সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মার্টিন লুথার কিং এবং ম্যালকম এক্স। ম্যালকম এক্স যুক্তরাষ্ট্রের সিভিল রাইটস মুভমেন্টের গুরুত্বপূর্ণ নেতাদের মধ্যে একজন ছিলেন। মার্চ ২৬, ১৯৬৪।

৩
লিংকন মেমোরিয়াল-এ মার্টিন লুথার কিং-এর বিখ্যাত “আই হ্যাভ আ ড্রিম” ভাষণের সময় তোলা একটি ছবি। আগস্ট ২৮, ১৯৬৩।

৪
হোয়াইট হাউজে সিভিল রাইটস মুভমেন্টের কয়েকজন নেতার সাথে প্রেসিডেন্ট জন এফ কেনেডি। বাম দিক থেকে: হুইটনি ইয়াং, মার্টিন লুথার কিং, জন লুইস, জোখিম প্রিনজ্, ইউজিন পি ডনালি, এ ফিলিপ র্যানডলফ, কেনেডি, ওয়ালটার রিউথার, ভাইস প্রেসিডেন্ট জনসন (পিছনে), এবং রয় উইলকিন্স