অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: মানবাধিকারের ওপর গুরুত্ব আরোপ


বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। ছবি- ইউএনবি
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। ছবি- ইউএনবি

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত আর্ল আর মিলার যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্রে মানবাধিকার ও আইনের শাসনের ওপর গুরুত্ব দিয়েছেন।

বুধবার (১৯ জানুয়ারি) রাজধানী ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর এক টুইট বার্তায় তিনি এই মন্তব্য করেন। বার্তায় তিনি বলেন, “যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী অংশীদারত্ব, মানবাধিকারের গুরুত্ব ও আইনের শাসন এবং রোহিঙ্গা শরণার্থী সংকট ও জলবায়ু সংকটসহ উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, নিরাপত্তা ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেছি। ২০২২ সাল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ৫০তম বার্ষিকী। আগামী ৫০ বছরে এবং দূর ভবিষ্যতে আরও জোরদার অংশীদারত্বের জন্য আমি দারুণ আশাবাদী!”

এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের জন্য বাংলাদেশ উন্মুক্ত থাকবে।

নির্বাচনের অবাধ ও সুষ্ঠু প্রকৃতি এবং উচ্চ ভোটার উপস্থিতির ওপর জোর দিয়ে পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূত মিলারকে চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পাশাপাশি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে অবহিত করেন।
মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক কার্যক্রমে সবচেয়ে বড় দাতা হওয়ায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান আব্দুল মোমেন। এ সময় জাতিসংঘের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী যুক্তরাষ্ট্রকে ভাসানচরে মানবিক কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে যে টিকা সহায়তা পেয়েছে তার কথা বিশেষভাবে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।

XS
SM
MD
LG