অ্যাকসেসিবিলিটি লিংক

শীতকালীন অলিম্পিক্সে 'হস্তক্ষেপ' বন্ধের দাবী চীনের


২৭শে জানুয়ারী ২০২২ চীনের বেইজিং-এ শীতকালীন অলিম্পিসের উদ্বোধনী অনুষ্ঠানের রিহার্সাল চলাকালীন আইকনিক বার্ডস নেস্ট স্টেডিয়াম
২৭শে জানুয়ারী ২০২২ চীনের বেইজিং-এ শীতকালীন অলিম্পিসের উদ্বোধনী অনুষ্ঠানের রিহার্সাল চলাকালীন আইকনিক বার্ডস নেস্ট স্টেডিয়াম

চীন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করেছে যে তারা বেইজিং শীতকালীন অলিম্পিক্স’এ 'হস্তক্ষেপ' করছে এবং তা বন্ধ করার দাবি জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে বৃহস্পতিবার একটি টেলিফোন কলের পরে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এক বিবৃতিতে বলেন "এই মুহূর্তে সবচেয়ে জরুরি হচ্ছে বেইজিং শীতকালীন অলিম্পিক্স’এ যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ করা উচিত।"

ওয়াংএর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে “যুক্তরাষ্ট্র ক্রমাগত চীনের প্রতি ভুল শব্দ প্রয়োগ করে এবং চীনের প্রতি তাদের ভুল পদক্ষেপ গ্রহণ করে যা দুই দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে নতুন দ্বন্দ্ব সৃষ্টি করে।"

চীন যে হস্তক্ষেপের অভিযোগ করছে সেটা সম্ভবত গেমসের তথাকথিত কূটনৈতিক বয়কটের দিকেই ইঙ্গিত করে। এই খেলা আগামী সপ্তাহে থেকে শুরু হতে যাচ্ছে।

XS
SM
MD
LG