অ্যাকসেসিবিলিটি লিংক

ফ্রান্স-মালি উত্তেজনা : ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কারের নির্দেশ


মালির বামাকোতে হাজার হাজার মানুষ একটি সরকার থেকে স্পন্সর করা সমাবেশে যোগ দেয়। সাইনটিতে লেখা আছে: 'ফ্রান্স আউট', 'মালি তার ছেলেদের জন্য গর্বিত' এবং 'ধন্যবাদ কর্নেল আসিমি গোইতা।' ১৪ই জানুয়ারী, ২০২১, ছবি- এপি
মালির বামাকোতে হাজার হাজার মানুষ একটি সরকার থেকে স্পন্সর করা সমাবেশে যোগ দেয়। সাইনটিতে লেখা আছে: 'ফ্রান্স আউট', 'মালি তার ছেলেদের জন্য গর্বিত' এবং 'ধন্যবাদ কর্নেল আসিমি গোইতা।' ১৪ই জানুয়ারী, ২০২১, ছবি- এপি

মালি এবং প্রাক্তন ঔপনিবেশিক শক্তি ফ্রান্সের মধ্যে উত্তেজনা একটি নতুন মাত্রায় এতটাই নীচে নেমেছে যে মালির সামরিক সরকার ফরাসি রাষ্ট্রদূতকে দেশ ছাড়ার জন্য বৃহস্পতিবার পর্যন্ত সময় দিয়েছে।

মালিতে ফরাসী রাষ্ট্রদূত জোয়েল মেয়ারকে পশ্চিম আফ্রিকার ঐ দেশ ছেড়ে যাওয়ার জন্য সোমবার থেকে ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভ লু দ্রিয়াঁর একটি মন্তব্যের প্রতিক্রিয়ায় মায়ারকে মালির পররাষ্ট্র মন্ত্রকে তলব করা হয়েছিল।

শুক্রবার, লু দ্রিয়াঁ বলেছিলেন যে মালির সামরিক জান্তা, যারা গত মে মাসে ক্ষমতা দখল করে, তারা "নিয়ন্ত্রণের বাইরে" এবং "অবৈধ" ছিল।

সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় টেলিভিশন ওআরটিএম-এ কথা বলার সময়, মালির পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী আবদুলায়ে ডিওপ স্বীকার করেছেন যে রাষ্ট্রদূতকে প্রস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।

ডিওপ বলেন যে মালির বিষয়ে ফ্রান্স তার অবস্থান পরিবর্তন করলে রাষ্ট্রদূতকে ফিরে আসতে স্বাগত জানানো হবে, কিন্তু বলেছে ফ্রান্স যে মালির সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে তা এমন এক সীমা অতিক্রম করে গেছে যা ইকোওয়াজ বা জাতিসংঘ কেউই অতিক্রম করেনি।

তিনি বলেছেন যে এই ঘোষণাটি কর্তৃপক্ষের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করার জন্য, যাদের কাছে সুনির্দিষ্টভাবে ফরাসি রাষ্ট্রদূত স্বীকৃত। এটি একটি খুব কঠিন পরিস্থিতি তৈরি করে, কারণ আপনি এমন কোনও কর্তৃপক্ষের দ্বারা স্বীকৃত হতে পারবেন না যাকে আপনি নিজেই স্বীকার করেন না।

XS
SM
MD
LG