অ্যাকসেসিবিলিটি লিংক

নাটোরের গুরুদাসপুরে দুই নারীকে নির্যাতনের অভিযোগ


২০২১ সালে বাংলাদেশে ৩,৭০৩ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। (ছবি- অ্যাডোবে স্টক)
২০২১ সালে বাংলাদেশে ৩,৭০৩ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। (ছবি- অ্যাডোবে স্টক)

নাটোরের গুরুদাসপুর উপজেলায় মামলা করায় দুই নারীকে নির্যাতন করে হাত ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে তাদের স্বামীদের বিরুদ্ধে। নির্যাতনে আহত দুই নারী সম্পর্কে আপন বোন। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চাঁচকৈড় পুরানপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

আহত ইসরাত জাহান সুখি ও তার বোন সুমি খাতুনের বাড়ি ওই গ্রামে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অভিযুক্তরা হলেন- আলমগীর ও সুজন। তবে তারা তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বিষয়টি সাজানো বলে দাবি করেছেন।

ভুক্তভোগী সুখি ও সুমি জানান, পারিবারিক বিরোধের কারণে তাদের স্বামীদের বিরুদ্ধে তারা নির্যাতনের মামলা করেন। এরপর আলমগীর ও সুজন আলী তাদের তালাক দেয়। এরপর মামলা প্রত্যাহার করানোর জন্য শুক্রবার রাতে তাদের বাড়িতে গিয়ে মারধর ও শারীরিক নির্যাতন করে কাগজে স্বাক্ষর করিয়ে নেয় তারা।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, অভিযোগ পেয়ে অভিযুক্তদের আটকের চেষ্টা চালানো হচ্ছে।

XS
SM
MD
LG