অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশিদের ইউক্রেন ছাড়ার পরামর্শ


ইউক্রেনের মানচিত্র। (ফাইল ফটো- এপি)
ইউক্রেনের মানচিত্র। (ফাইল ফটো- এপি)

ইউক্রেনের বর্তমান অবস্থার প্রেক্ষাপটে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস বিজ্ঞপ্তিতে বলেছে, “ইউক্রেনের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশিদের সাময়িকভাবে দেশটি ত্যাগ করার পরামর্শ দেওয়া যাচ্ছে। অবিলম্বে অন্য কোনো দেশে যেতে না পারলে তারা বাংলাদেশে ফিরে যেতে পারেন। ঘটনাবলি পর্যবেক্ষণ করে পরবর্তীতে দূতাবাসের পক্ষ থেকে পরামর্শ হালনাগাদ করা হবে। একই সঙ্গে অত্যাবশ্যকীয় না হলে বাংলাদেশিদের ইউক্রেনে সব ধরনের ভ্রমণ পরিহার করার জন্য পরামর্শ দেওয়া হলো।”

আরও বলা হয়েছে, “ইউক্রেনে অবস্থানরত সকল বাংলাদেশিদের তাদের অবস্থানের তথ্য দূতাবাসকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো। যাতে করে জরুরি প্রয়োজনে দূতাবাস তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে।”

XS
SM
MD
LG