বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় নাসরিন বেগম (২৫) নামের এক মা জোড়া লাগানো যমজ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। সোমবার (২১ মার্চ) রাতে কুড়িগ্রাম শহরের একটি ক্লিনিকে সিজারের মাধ্যমে ওই জোড়া লাগানো দুই কন্যা শিশুর জন্ম হয়।
নাসরিন বেগম কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠাল বাড়ী ইউনিয়নের খামার শিবরাম গ্রামের রানা মিয়ার স্ত্রী। রানা মিয়া একটি পরিবহন কাউন্টারের ম্যানেজার হিসেবে কাজ করছেন।
ক্লিনিক সূত্রে জানা গেছে, নাসরিন বেগমকে সোমবার ক্লিনিকে ভর্তি করানো হয়। রাত ১০টার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জোড়া লাগানো শিশুর জন্ম হয়। শিশুরা এখন পর্যন্ত সুস্থ আছে। মা নাসরিন বেগমও সুস্থ আছেন।
চিকিৎসকেরা জানান, উন্নত চিকিৎসার মাধ্যমে শিশু দুটিকে আলাদা করা সম্ভব হতে পারে।
এ বিষয় কন্যা শিশুদের বাবা কোনো মন্তব্য করতে রাজি হননি।
কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. মনজুর এ মোর্শেদ বলেন, “বাংলাদেশে ২-৩টি জোড়া লাগানো শিশুর অপারেশন হয়েছে। তার মধ্যে একটি শিশুর অপারেশন সাকসেসফুল হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিলেই সার্জারি ডিপার্টমেন্টের চিকিৎসকেরা এ বিষয়ে ভালো বলতে পারবেন।”