অ্যাকসেসিবিলিটি লিংক

অর্থনৈতিক সংকট রাজনৈতিক বিশৃঙ্খলায় পর্যবসিত হওয়ায় টালটামাল শ্রীলঙ্কা


শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকশের সরকারি বাসভবন টেম্পল ট্রিজের কাছে বিক্ষোভ প্রদর্শনের সময় বিক্ষোভকারীরা ধাতব ব্যারিকেডগুলো টেনে নিয়ে যেতে থাকলে পুলিশ সেগুলো ধরে রাখার চেষ্টা করছে। কলম্বো, শ্রীলঙ্কা। ৭ এপ্রিল, ২০২২।
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকশের সরকারি বাসভবন টেম্পল ট্রিজের কাছে বিক্ষোভ প্রদর্শনের সময় বিক্ষোভকারীরা ধাতব ব্যারিকেডগুলো টেনে নিয়ে যেতে থাকলে পুলিশ সেগুলো ধরে রাখার চেষ্টা করছে। কলম্বো, শ্রীলঙ্কা। ৭ এপ্রিল, ২০২২।

বিশ্লেষকরা বলছেন, শ্রীলঙ্কা নজিরবিহীন অস্থিরতার সম্মুখীন হয়েছে। গভীরতর একটি অর্থনৈতিক সংকট শ্রীলঙ্কার রাস্তায় বিক্ষোভের সূত্রপাত ঘটায়।শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকশে পদত্যাগের আহ্বানকে অস্বীকার করলে রাজনৈতিক অচলাবস্থা দেখা দেয় যা পরিস্থিতি স্বাভাবিক করার প্রচেষ্টাকে আরও জটিল করে তোলে।

রান্নার জ্বালানি, পেট্রোল, ডিজেল এবং খাবারের জন্য লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হওয়ার সাথে সাথে বিদ্যুৎ বিপর্যয়ে ঘরবাড়ি ঘণ্টার পর ঘণ্টা ধরে অন্ধকারে নিমজ্জিত থাকে। সবমিলিয়ে জনগণের ক্ষোভ বেড়েছে ; ছাত্র, মধ্যবিত্ত ও নিম্ন আয়ের শ্রমিকসহ সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্ত প্রতিবাদে যোগ দিয়েছে।

.শ্রীলঙ্কার রুপির দ্রুত অবমূল্যায়ন হয়েছে, সেইসাথে খাদ্যের মূল্যস্ফীতি মার্চ মাসে প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০০ কোটি ডলারের নিচে নেমে এসেছে, যখন কীনা দেশের বৈদেশিক ঋণ ৫ হাজার কোটি ডলার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

রাজস্ব-কর হ্রাস করার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের জন্য সরকার ক্ষমতায় আসার পর করের ওপর ছাড় দিয়েছে।সরকারের যুক্তি ছিল, এর ফলে অর্থনীতি উদ্দীপিত হবে।

মনোরম দৃশ্য সম্বলিত ক্রান্তীয় সমুদ্র সৈকতের এ দ্বীপ রাষ্ট্রটির রাজস্বের একটি গুরুত্বপূর্ণ উৎস পর্যটন খাত কোভিড-১৯ মহামারির কারণে বিপর্যস্ত হয়েছে।

সমালোচকরা দেশটির বিশাল ঋণের বোঝা বৃদ্ধি করার জন্য চীনের নির্মিত বিশাল অবকাঠামো প্রকল্পকেও দায়ী করেছেন।

ইউক্রেন সংকটের কারণে পণ্যের দাম বৃদ্ধি একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে , কারণ এর ফলে জ্বালানি ও গমের মতো পণ্যের আমদানি আরও ব্যয়বহুল হয়ে উঠেছে।

বিশ্লেষকরা বলছেন, আইএমএফের কাছে বেইলআউট চাওয়া ছাড়া সরকারের হাতে আর কোনো বিকল্প নেই। আশঙ্কা করা হচ্ছে যে দেশটির অর্থনৈতিক সংকট শিগগিরই কাটবে না।



XS
SM
MD
LG