অ্যাকসেসিবিলিটি লিংক

জেফ বেজস-কে পেছনে ফেলেপ্রথমবারের মত ফোর্বসের তালিকায় বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক

প্রতিবছরের মতই এ বছরও ফোর্বস তাদের বিলিয়নিয়ারদের তালিকাটি প্রকাশ করেছে। ফোর্বসের প্রকাশিত ৩৬তম বার্ষিক বিলিয়নিয়ারদের তালিকা এটি।

গত বছরের শীর্ষ ধনী জেফ বেজস-কে পেছনে ফেলে, এবছর প্রথমবারের মত ফোর্বসের তালিকায় শীর্ষ ধনী হয়েছেন ইলন মাস্ক। গত বছরের তুলনায় এ বছর মাস্কের সম্পদ বৃদ্ধি পেয়েছে ২,৮৫০ কোটি ডলার।
গত বছরে তালিকায় স্থান পাওয়া ২,৭৫৫ জন থেকে বিলিয়নিয়ারদের সংখ্যা খানিকটা কমেছে। এই বছরের তালিকায় ২,৬৮৮ জন বিলিয়নিয়ার রয়েছেন।

এবছর এই বিলিয়নিয়ারদের মোট সম্পদের পরিমাণ ১২ লক্ষ ৭০ হাজার কোটি ডলার। সেটিও গত বছরের ১৩ লক্ষ ১০ হাজার কোটি থেকে কিছুটা কম। অর্থাৎ বিশ্বের সবচেয়ে ধনী এই ব্যক্তিদের সম্পদ গত বছরের তুলনায় এই বছর কিছুটা কমেছে।

তবে, গত বছরের তুলনায় একক দেশ হিসেবে রাশিয়া সবচেয়ে বেশি সংখ্যক বিলিয়নিয়ার হারিয়েছে। ইউক্রেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আক্রমণটির ফলে, দেশটির ৩৪ জন বিলিয়নিয়ার তাদের সম্পদ হারিয়ে এ বছরের তালিকা থেকে বাদ পড়ে গিয়েছেন।

অপরদিকে, অন্যান্য বছরগুলোর মত এ বছরও সবচেয়ে বেশি সংখ্যক বিলিয়নিয়ার রয়েছেন যুক্তরাষ্ট্রে। এ বছরের তালিকাটির ৭৩৫ জনই যুক্তরাষ্ট্রের নাগরিক।

- বিলিয়নিয়ার বলতে বোঝায় এমন কোন ব্যক্তি যার মোট সম্পদের পরিমাণ অন্তত ১০০ কোটি ডলার, অর্থাৎ ১ বিলিয়নের সমান। বাংলাদেশী টাকার সাথে ডলারের বর্তমান বিনিময় মূল্যে হিসেব করলে, ১ বিলিয়ন ডলার আনুমানিক ৮,৬০০ কোটি টাকার মত।

XS
SM
MD
LG