অ্যাকসেসিবিলিটি লিংক

দঃ আফ্রিকার বিপক্ষে ৩৩২ রানের হার বাংলাদেশের


পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনঃ বাংলাদেশ বনাম দঃ আফ্রিকা
পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনঃ বাংলাদেশ বনাম দঃ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্টের চতুর্থ ইনিংসে ৪১৩ রান তাড়া করতে গিয়ে ৩৩২ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

সোমবার কেশব মহারাজের আরও সাত উইকেট প্রাপ্তির পর সহজ জয় নিশ্চিত হয় দক্ষিণ আফ্রিকার।

চতুর্থ দিনে বাংলাদেশ মাত্র এক ঘণ্টায় বাকি সব উইকেট হারায়।

ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক বলেন, "আমরা এই সিরিজে ভালো খেলতে ব্যর্থ হয়েছি। আমরা হতাশ, কিন্তু এগিয়ে যেতে হবে। সবাই যখন অবদান রাখে তখন আমরা ভালো খেলি এবং সেই কারণেই ডারবানে প্রথম ইনিংসটা ভালো ছিল। ব্যাটিং বা বোলিং এ আমাদের কোনো জুটি ছিল না।"

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার বলেছেন, "আমি অধিনায়কত্ব নেয়ার পর থেকে গত কয়েক মাস ভালো কেটেছে। অবশ্যই এই সিরিজটি খেলছি লোকেদের বলা দুর্বল স্কোয়াড নিয়ে, কিন্তু আমি এটিকে সেভাবে দেখি নি। আমি দেখছি এই ফরম্যাটে নতুনদের সুযোগ দেয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে তাদের দক্ষতা পরীক্ষা করার চেষ্টা।"

উল্লেখ্য, বাংলাদেশের পক্ষে সিরিজে দ্বিতীয় ইনিংসে আরও তিন উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে নিজের সামর্থ্য প্রমাণ করতে পেরেছেন একমাত্র তাইজুল ইসলাম। এই টেস্টে তার সংগ্রহ ৯ উইকেট।

XS
SM
MD
LG