অ্যাকসেসিবিলিটি লিংক

ইরান নিশ্চিত করেছে সেন্ট্রিফিউজের সরঞ্জাম ভূগর্ভে সরিয়ে নেওয়া হয়েছে


প্ল্যানেট ল্যাবস পিবিসির এই স্যাটেলাইট ছবিতে ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্র। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা বলেছে যে, তারা তেহরানের অনুরোধে ইরানের ভূগর্ভস্থ নাতানজ কেন্দ্রে একটি নতুন সেন্ট্রিফিউজ সরঞ্জামের কার্যক্রম নিরীক্ষণের জন্য নজরদারি ক্যামেরা স্থাপন করেছে।
প্ল্যানেট ল্যাবস পিবিসির এই স্যাটেলাইট ছবিতে ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্র। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা বলেছে যে, তারা তেহরানের অনুরোধে ইরানের ভূগর্ভস্থ নাতানজ কেন্দ্রে একটি নতুন সেন্ট্রিফিউজ সরঞ্জামের কার্যক্রম নিরীক্ষণের জন্য নজরদারি ক্যামেরা স্থাপন করেছে।

ইরান নিশ্চিত করেছে যে, তাদের ভূগর্ভস্থ নাতানজ পারমাণবিককেন্দ্রে একটি সেন্ট্রিফিউজের সরঞ্জাম স্থানান্তর করেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা বলেছে যে, তেহরানের অনুরোধে সেন্ট্রিফিউজের সরঞ্জামের নতুন কার্যক্রম নিরীক্ষণের জন্য সংস্থা সেখানে নজরদারি ক্যামেরা স্থাপন করেছে।

সরকারি সংবাদ সংস্থা আইআরএনএর শনিবারের প্রতিবেদনে ইরানের পারমাণবিক চুক্তি পুনরুদ্ধারের কূটনৈতিক প্রচেষ্টা স্থবির বলে মনে হচ্ছে।

ইরানের পারমাণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দির বরাত দিয়ে বার্তা সংস্থা জানিয়েছে, কর্তৃপক্ষ সেন্ট্রিফিউজের সকল সরঞ্জাম নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।

ইরানের কারাজের সেন্ট্রিফিউজ কেন্দ্রটিকে লক্ষ্যবস্তু বানানো হয়েছিল। এই ঘটনাকে ইরান জুন মাসে একটি নাশকতামূলক হামলা হিসেবে বর্ণনা করেছে। পরমাণু চুক্তি নিয়ে অনিশ্চয়তার মধ্যে নাতানজ পারমাণবিককেন্দ্র দুবার নাশকতামূলক হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে, যার জন্য ইরান ইসরায়েলকে দায়ী করেছে।

“দুর্ভাগ্যবশত কারাজের বিরুদ্ধে সংঘটিত একটি সন্ত্রাসী অভিযানের কারণে, আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বাধ্য হয়েছি। যার অধীনে আমরা সরঞ্জামগুলোর একটি গুরুত্বপূর্ণ অংশ স্থানান্তরিত করেছি এবং বাকিগুলো নাতানজ ও ইসফাহানে স্থানান্তর করেছি”, কামালভান্দি বলেছেন। ইরানের আরেকটি পারমাণবিক স্থাপনার অবস্থান ইসফাহানে।

বৃহস্পতিবার, ভিয়েনাভিত্তিক আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বলেছে যে, সংস্থা দুই দিন আগে নাতানজের যেখানে সেন্ট্রিফিউজ সরঞ্জাম স্থাপন করা হয়েছে সেখানে নতুন ক্যামেরা লাগিয়েছে এবং যন্ত্রপাতি থেকে সিল সরিয়েছে। সেন্ট্রিফিউজ রটার টিউব এবং বেলো তৈরি করতে এই সরঞ্জামগুলো ব্যবহার করা হয়। ইউরেনিয়াম গ্যাস সমৃদ্ধ করতে খুব উচ্চগতিতে ঘুরতে থাকা ডিভাইসগুলোর গুরুত্বপূর্ণ অংশ হলো রটার টিউব এবং বেলো।

২০১৫ সালের পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করতে ভিয়েনায় ইরান ও বিশ্বশক্তির মধ্যে আলোচনা স্থবির হয়ে পড়েছে। উদ্বেগ রয়েছে যে, ইরান চাইলে একটি পরমাণু অস্ত্র তৈরি করতে সক্ষম হতে পারে।

চার বছর আগে সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে প্রত্যাহার করে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে পরমাণু সমঝোতা ভেঙ্গে যায়। এরই মধ্যে ইরান তার পারমাণবিক কাজের ব্যাপক সম্প্রসারণ করেছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি মঙ্গলবার জোর দিয়ে বলেন যে, চুক্তিটি পুনরুদ্ধারে কোনো চুক্তি নাও হতে পারে, আমেরিকান কর্মকর্তাদের বারবার এমন মন্তব্যের পরেও চুক্তির বিষয়ে আলোচনা “সঠিকভাবে এগিয়ে চলেছে”।

কামালভান্দি ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, তেহরান জাতিসংঘের পরমাণু সংস্থাকে ক্যামেরা থেকে তথ্য সরবরাহ করবে না, যদি চুক্তি না হয়।

ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে, তার পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে করা হচ্ছে। যাহোক, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এবং আইএইএ বিশ্বাস করে যে, ২০০৩ সাল পর্যন্ত ইরানের একটি সংগঠিত সামরিক পারমাণবিক কর্মসূচি ছিল।

XS
SM
MD
LG