অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ তিন দিন করোনায় মৃত্যুশূন্য—শনাক্ত ২৬


বাংলাদেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) কারও মৃত্যু হয়নি। এ নিয়ে টানা তিন দিন করোনায় মৃত্যুশূন্য বাংলাদেশ। অন্যদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫২ হাজার ৫৩২ জনে পৌঁছেছে। মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৭ জন অপরিবর্তিত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

শনিবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ ৪ হাজার ৭০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়।

২৪ ঘণ্টায় শনাক্তের হার শূন্য দশমিক ৫৫ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৯৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।

এদিকে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৩১৫ জন। এ নিয়ে বাংলাদেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৯৩ হাজার ১৩১ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৯৬ শতাংশ।

XS
SM
MD
LG