অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত ও জার্মানির মধ্যে পরিবেশবান্ধব উন্নয়ন চুক্তি সাক্ষর


জার্মানির বার্লিনে চ্যান্সেলারিতে অনুষ্ঠিত বৈঠকের অংশ হিসেবে, এক চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানের পর হাত মেলাচ্ছেন জার্মাসির চ্যান্সেলর ওলাফ শোলজ (ডানে) এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (বামে), ২ মে ২০২২।
জার্মানির বার্লিনে চ্যান্সেলারিতে অনুষ্ঠিত বৈঠকের অংশ হিসেবে, এক চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানের পর হাত মেলাচ্ছেন জার্মাসির চ্যান্সেলর ওলাফ শোলজ (ডানে) এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (বামে), ২ মে ২০২২।

জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজ এর সাথে আলোচনার জন্য, সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্লিনে পৌঁছান। ইউরোপীয় কর্মকর্তাদের সাথে দ্বিপাক্ষিক আলোচনার উদ্দেশ্যে মোদীর ত্রিদেশীয় সফরের প্রথম দেশ জার্মানি।

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের বিরুদ্ধে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের প্রতি ভারতের সমর্থন লাভের চেষ্টা করছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজ। মোদী রাশিয়া ও ইউক্রেনের প্রতি যুদ্ধ বন্ধে, তার আহ্বান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “আমাদের বিশ্বাস, এই যুদ্ধে কোন পক্ষই জয়ী হবে না।”

জার্মানি এবং ভারত সোমবার টেকসই উন্নয়ন ভিত্তিক বেশ কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করে। এমন চুক্তির ফলে, পরিবেশবান্ধব জ্বালানীর উন্নয়নে ২০৩০ সাল নাগাদ, ভারত ১,০০০ কোটি ইউরো (১,০৫০ কোটি ডলার) সহায়তা পাবে।

এরপর, ইন্ডিয়া-নর্ডিক সম্মেলনে যোগ দিতে, মোদীর ডেনমার্ক সফরের কথা রয়েছে। এই সম্মেলনে, মোদী ছাড়াও, ডেনমার্ক, আইসল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন ও নরওয়ের নেতারা উপস্থিত থাকবেন। সফরের শেষ গন্তব্য হিসেবে মোদী ফ্রান্স সফর করবেন। প্যারিসে প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাঁক্রো’র সাথে, যৌথ আলোচনায় বসবেন মোদী।

এছাড়াও, জুনের শেষে জার্মানিতে অনুষ্ঠিতব্য সাতটি বৃহৎ শিল্পোন্নত অর্থনীতির দেশ বা গ্রুপ অফ সেভেন এর বৈঠকে অংশ নিতে, ভারত, ইন্দোনেশিয়া, সেনেগাল এবং দক্ষিণ আফ্রিকাকে আমন্ত্রণ জানিয়েছেন শোলজ।

XS
SM
MD
LG