অ্যাকসেসিবিলিটি লিংক

নিউমার্কেটে সংঘর্ষ: ঢাকা কলেজের ৩ শিক্ষার্থী রিমান্ডে


নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

আদালতে, ডেলিভারিম্যান নাহিদ হত্যা মামলায় অভিযুক্ত সিয়ামকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন, মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক (নিরস্ত্র) তারিকুল আলম জুয়েল। সিয়ামের আইনজীবী, রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে, আদালত তার তিনদিনের রিমান্ড অনুমোদন করেন।

একই সঙ্গে, পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে করা মামলায় অভিযুক্ত, বাপ্পি ও সজীবকে সাতদিন করে রিমান্ডে নিতে আবেদন করেন, তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক হালদার অর্পিত ঠাকুর। আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করলে, শুনানি শেষে, আদালত তাদের তিনদিন করে রিমান্ড অনুমোদন করেন।

সম্প্রতি, নীলক্ষেত মোড়ে নিউমার্কেটের দোকানিদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে দুজন নিহত এবং সাংবাদিক ও শিক্ষার্থীসহ ৩০ জনের বেশি আহত হয়। সংঘর্ষের ঘটনায়, পুলিশ ১৪০০ জনের বিরুদ্ধে চারটি মামলা করেছে।

এর আগে, এই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে, গত ২৮ এপ্রিল, ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ।

XS
SM
MD
LG