অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে আগ্রহী যুক্তরাষ্ট্র—রাষ্ট্রদূত পিটার হাস


রাষ্ট্রদূত পিটার হাস
রাষ্ট্রদূত পিটার হাস

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে যুক্তরাষ্ট্রের আগ্রহের কথা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।

তিনি বলেন, “আমরা কীভাবে আমাদের সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে পারি এবং কীভাবে কর্মমুখী গভীর সম্পর্ক করতে পারি সে বিষয়ে আলোচনা হয়েছে”।

বুধবার (১৮ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত এসব কথা বলেন।

চলতি বছরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিভিন্ন পর্যায়ে একাধিক দ্বিপক্ষীয় সংলাপ হয়েছে।

রাষ্ট্রদূত পিটার হাস বলেন, “মাসুদের সঙ্গে সাক্ষাতের সময় তারা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বিষয়ের ‘সম্পূর্ণতা’ এবং দুই দেশ কীভাবে এগিয়ে যেতে পারে সে বিষয়ে কথা বলেছেন”।

তিনি জানান, গত কয়েক মাসে দুই দেশের মধ্যে অনুষ্ঠিত সব দ্বিপক্ষীয় সংলাপের বিষয়েও আলোচনা করেছেন তারা। আগামী মাসের প্রথম সপ্তাহে ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের অর্থনৈতিক ফোরামের বিষয়েও তারা কথা বলেন।

XS
SM
MD
LG