অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রে আরও শিশু খাদ্য প্রস্তুতকারকদের প্রয়োজন, নির্মাতাদের বললেন বাইডেন


প্রেসিডেন্ট জো বাইডেন ২০২২ সালের ১ জুন বেবি ফর্মুলা নির্মাতাদের সাথে ভার্চুয়ালি সাক্ষাৎ করেন।
প্রেসিডেন্ট জো বাইডেন ২০২২ সালের ১ জুন বেবি ফর্মুলা নির্মাতাদের সাথে ভার্চুয়ালি সাক্ষাৎ করেন।

বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শিশু খাদ্যের প্রধান প্রস্তুতকারকদের সাথে সাক্ষাৎ করেছেন এবং তাদের উৎপাদন বাড়ানোর পরামর্শ দিয়েছেন।তার প্রশাসন দেশব্যাপী ঘাটতি দূর করতে আমদানিকৃত বেবিফুডের সরবরাহ বাড়ানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রে বছরে প্রায় ৪০০ কোটি ডলার মূল্যের শিশু খাদ্য বিক্রি হয়।যুক্তরাষ্ট্রের বেবি ফর্মুলার বাজারে আমদানি সীমিত ও শুল্কের হার বেশি থাকায় ঐতিহাসিকভাবেই দেশীয় উৎপাদকদের আধিপত্য রয়েছে।

কিন্তু মহামারী সংক্রান্ত সরবরাহ শৃঙ্খলের সমস্যা ও দেশটির অন্যতম প্রধান বেবি ফর্মুলা নির্মাতা অ্যাবট ল্যাবরেটরিজ ফেব্রুয়ারিতে কিছু ফর্মুলা প্রত্যাহার করার পরে সাম্প্রতিক মাসগুলোতে অভিভাবকেরা শিশু খাদ্য খুঁজে পেতে নাজেহাল হচ্ছেন।

যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা অ্যাবটের মিশিগান প্ল্যান্টে বেবি ফর্মুলা প্রত্যাহার করা সংক্রান্ত সমস্যাগুলোর সমাধানের জন্য ত্বরিৎ কাজ না করায় ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন (এফডিএ) এর সমালোচনা করেছেন। মিশিগানের স্থাপনাটি ৪ জুন পুনরায় চালু হতে যাচ্ছে।

বাইডেন প্রশাসন তাদের আমদানি নীতি শিথিল করেছে এবং যুক্তরাষ্ট্রে শিশু খাদ্যের বিদ্যমান সরবরাহ বাড়াতে প্রতিরক্ষা উৎপাদন আইন সক্রিয় করেছে আহ্বান জানিয়েছে যা এখনো কয়েক সপ্তাহ সময় নেবে বলে ধারণা করা যাচ্ছে। তারা আরও বলেছে, খুচরা বিক্রেতাদের পরিবহন সরবরাহে সাহায্য করতে তারা ফেডারেল সংস্থান ব্যবহার করতে পারে।

যুক্তরাষ্ট্রের অনেক বাবা-মা শিশু খাদ্যের উপর নির্ভরশীল।সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের ২০২০ এর ব্রেস্টফিডিং প্রতিবেদন অনুসারে, যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া অর্ধেকেরও কম শিশুকে তাদের জন্মের পর প্রথম ৩ মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানো হয়।

XS
SM
MD
LG