অ্যাকসেসিবিলিটি লিংক

সিএন্ডএফ এজেন্ট কর্মবিরতি, ১১টি শুল্ক স্টেশনে পণ্য খালাস বন্ধ থাকবে মঙ্গলবার


বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের লাইসেন্সিং বিধিমালা ২০২০ সংশোধনসহ বিভিন্ন দাবিতে, কর্মবিরতির ডাক দিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং (সিএন্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশন। এ কারণে, মঙ্গলবার (৭ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেনাপোলসহ বাংলাদেশের ১১টি শুল্ক স্টেশনে পণ্য খালাস কার্যক্রম বন্ধ থাকবে।

বাংলাদেশ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, “বার বার লাইসেন্সিং বিধিমালা ২০২০ সংশোধনের দাবি জানানো হলেও, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে না নেয়ায়, কর্মবিরতির ডাক দেয়া হয়েছে।”

রবিবার (৫ জুন) ঢাকায় সাংবাদিক সম্মেলন করে সংগঠনটি। পরে, সংগঠনের সভাপতি শামসুর রহমান ও মহাসচিব সুলতান হোসেন খান স্বাক্ষরিত চিঠিতে কর্মবিরতি কর্মসূচির ঘোষণা করা হয়।

এবিষয়ে ফেডারেশন অব বাংলাদেশ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান জানান, “২০২০ লাইসেন্সিং বিধিমালা সংশোধনের জন্য কর্তৃপক্ষকে একাধিকবার অনুরোধ জানালেও, তারা আমলে নেয়নি। অবশেষে অ্যাসোসিয়েশনের সদস্যদের মতামত নিয়ে, দাবি আদায়ে এই কর্মবিরতির ডাক দেয়া হয়েছে।”

XS
SM
MD
LG