অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের সামাজিক সহনশীলতা কর্মসূচিতে ২৫ কোটি ডলার অনুমোদন করেছে এডিবি


বাংলাদেশের সামাজিক সুরক্ষা সংস্কারে সহায়তার জন্য, বৃহস্পতিবার (৯ জুন) ২৫ কোটি ডলার নীতি-ভিত্তিক ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সামাজিক সহনশীলতা কর্মসূচি জোরদারকরণের দ্বিতীয় উপ-কর্মসূচিতে এ ঋণ অর্থায়ন করবে।

দক্ষিণ এশিয়ায় এডিবির মুখ্য সামাজিক খাত বিশেষজ্ঞ হিরোকো উচিমুরা-শিরোইশি বলেন, “করোনা মহামারি দুর্যোগ ও সংকট মোকাবেলা ও পরিচালনা করতে, মানুষকে সহায়তা করার জন্য সামাজিক সুরক্ষা ব্যবস্থা জোরদারকরণের প্রয়োজনীয়তা বিশেষ গুরুত্বপূর্ণ।”

“এই উপ-কর্মসূচির মাধ্যমে, বাংলাদেশে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতা ও দক্ষতা উন্নত এবং সুবিধাবঞ্চিতদের সহনশীলতা তৈরি ও অন্তর্ভুক্তিমূলক পুনরুদ্ধারকে সমর্থন করতে, এডিবি সহায়তা অব্যাহত রেখেছে;” জানান হিরোকো উচিমুরা-শিরোইশি।

তিনি জানান, “নতুন কর্মসূচির আওতায়, সামাজিক সুরক্ষা পরিধি ও দক্ষতা উন্নতকরণ, সুবিধাবঞ্চিত ব্যক্তিদের আর্থিক অন্তর্ভুক্তি আরও গভীর এবং বৈচিত্রপূর্ণ সুরক্ষা চাহিদার সাড়াদান জোরদারে সংস্কার শক্তিশালী করতে, বাংলাদেশ সরকারকে সহায়তা করছে এডিবি।”

দ্বিতীয় উপ-কর্মসূচি, ডিজিটালাইজেশন ও চলমান পদ্ধতির সমন্বয় এবং দক্ষতা উন্নয়নে সহায়তা করবে।

XS
SM
MD
LG