বাংলাদেশ সরকার আগামী মাস থেকে পেট্রোলিয়ামের দাম বাড়ানোর কথা ভাবছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
শুক্রবার (১৭ জুন) তিনি ইউএনবিকে বলেন, “পরিবহন ব্যবসা পরিচালকসহ সকল অংশীজনের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত আসবে।”
প্রতিমন্ত্রী বলেন, “রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রতিদিন ৯০ কোটি টাকা লোকসান হচ্ছে। ডিজেল ও অকটেনের দামে সমন্বয় আসতে পারে। এই ক্ষতি পূরণ করতে, আমাদের জ্বালানির দামের সমন্বয় বিবেচনা করতে হবে। প্রতিবেশী ভারত ইতোমধ্যে প্রতি লিটারে ৫০ রুপি বাড়িয়ে দাম সমন্বয় করেছে।”
গত ৭ বছরে বিপিসির প্রায় ৫০ হাজার কোটি টাকার মুনাফা করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন,“ইতোমধ্যে সেই লাভ লোকসানের সঙ্গে সমন্বয় করা হয়েছে।”
এর আগে, ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করা হয়। এই দাম ২০২১ সালের ৪ নভেম্বর থেকে কার্যকর হয়।