অ্যাকসেসিবিলিটি লিংক

আহসান উল্লাহ ইউনিভার্সিটির শিক্ষার্থী সুবীর হত্যা: দুই জনের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল


বাংলাদেশের আহসান উল্লাহ ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সুবীর চন্দ্র দাস হত্যা মামলায়, পলাতক দণ্ডিত ফরহাদ হোসেন সিজু ও মো. হাসানের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে, অপর দুই দণ্ডপ্রাপ্ত সফিক আহসান ওরফে রবিন ও শাওন ওরফে কামরুল হাসানের যাবজ্জীবন দণ্ড বহাল রাখা হয়েছে।

এ মামলার ডেথ রেফারেন্স ও দণ্ডিতদের আপিলের শুনানি নিয়ে সোমবার (২০ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে দণ্ডপ্রাপ্তদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুন অর রশিদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল জাহিদ আহমদ হিরো।

২০১৩ সালের ১২ জানুয়ারি, আহসান উল্লাহ ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী সুবীর চন্দ্র দাসকে পূর্ব শত্রুতার জের ধরে, ডেকে নিয়ে যায় আসামিরা। পরে, তাকে হত্যা করে লাশ গুম করার জন্য বুড়িগঙ্গা নদীতে ফেলে দেয়া হয়। এরপর ২১ জানুয়ারি সাভারের ভাকুর্তা ইউনিয়নের কোটালিয়াপাড়া এলাকার বুড়িগঙ্গা নদী থেকে, সুবীরের লাশ উদ্ধার করা হয়।

এ মামলার বিচার শেষে, ২০১৬ সালের ২৬ অক্টোবর দুই জনের ফাঁসি ও দুই জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন বিচারিক আদালত। পরে নিয়ম অনুযায়ী এ মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। একই সঙ্গে কারাবন্দী যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দুই আসামি আপিল করেন।

XS
SM
MD
LG