অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনীয় শিশুদের সাহায্যার্থে নোবেল পদক নিলামে ১০ কোটি ৩৫ লাখ টাকা উঠলো


প্রভাবশালী রুশ সংবাদপত্র নোভায়া গাজেতার প্রধান সম্পাদক নোবেল শান্তি পুরস্কার বিজয়ী দমিত্রি মুরাটফ নিউইয়র্কের টাইমস সেন্টারে নিলাম হওয়ার আগে তার ২৩ ক্যারেট স্বর্ণ পদকের পাশে। ২০ জুন, ২০২২।

রাশিয়ার সর্বশেষ স্বাধীন সংবাদপত্রগুলোর একটির প্রধান সম্পাদক দমিত্রি মুরাটফ সোমবার তার ২০২১ সালের নোবেল শান্তি পুরস্কারের পদক নিলামে তোলেন। নিলামে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের কারণে বাস্তুচ্যুত শিশুদের জন্য ১০ কোটি ৩৫ লাখ টাকা উঠেছে যা আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

আয়োজক হেরিটেজ অকশন বিশ্ব শরণার্থী দিবসে অনুষ্ঠিত নিলামে বিজয়ীর পরিচয় প্রকাশ করেননি।

উদ্বাস্তু ইউক্রেনীয় শিশুদের জন্য ইউনিসেফের ত্রাণ তহবিলে এ অর্থ জমা হবে।

নিজ নিজ দেশে বাকস্বাধীনতা রক্ষায় কাজ করার জন্য ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসার সাথে মুরাটফকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়।

এর আগে ২০১৪ সালে নোবেল পুরস্কারের জন্য পরিশোধকৃত রেকর্ড মূল্য ছিল ৪৭ লাখ ৬০ হাজার ডলার।

সোমবার নিলামের পরে মুরাটফ বলেছিলেন, তিনি আশা করেছিলেন “সংহতির চিহ্ন হিসেবে এখানে প্রচুর অর্থ জমা হবে তবে সেটা এত বিশাল পরিমাণ হবে বলে আমি আশা করিনি। ”

এ প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG