অ্যাকসেসিবিলিটি লিংক

করোনায় চাকরি হারিয়েছেন পাঁচ লাখের বেশি বাংলাদেশি প্রবাসী: বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ


বাংলাদেশ জাতীয় সংসদ
বাংলাদেশ জাতীয় সংসদ

বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ বলেছেন, “করোনা মহামারি প্রাদুর্ভাবের পর থেকে, পাঁচ লাখেরও বেশি বাংলাদেশি প্রবাসী শ্রমিক তাদের চাকরি হারিয়ে দেশে ফিরে এসেছেন।” বৃহস্পতিবার (২৩ জুন) জাতীয় সংসদে আওয়ামী লীগের ফরিদপুর জেলার সংসদ সদস্য মঞ্জুর হোসেনের এক প্রশ্নের জবাবে ইমরান আহমেদ এ কথা বলেন।

ইমরান আহমেদ বলেন, “বর্তমান সরকারের বিভিন্ন কূটনৈতিক উদ্যোগের কারণে ২০২২ সালের মে পর্যন্ত পাঁচ লাখ ৪০ হাজার অভিবাসী শ্রমিক বিদেশে কর্মসংস্থান পেয়েছেন।”

চট্টগ্রামের আওয়ামী লীগের সংসদ সদস্য দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী ইমরান আহমেদ বলেন, “চলতি বছরের মে মাস পর্যন্ত তথ্য অনুযায়ী, বিশ্বের ৮৪টি দেশে মোট ১০ লাখ ৫০ হাজার নারী অভিবাসী শ্রমিক কাজ করছে।”

XS
SM
MD
LG