অ্যাকসেসিবিলিটি লিংক

গর্ভপাতের অধিকারের পক্ষে যুক্তরাষ্ট্রের শহরগুলোতে বিক্ষাভ সমাবেশ


ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বাইরে সমবেত হওয়া গর্ভপাতের পক্ষের সক্রিয়বাদীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন নিউইয়র্কের ডেমোক্র্যাট দলীয় কংগ্রেস সদস্য অ্যালেক্স্যান্ড্রিয়া ওকাসিও-কর্টেজ, ২৪ জুন ২০২২।

যুক্তরাষ্ট্রব্যাপী বিভিন্ন শহরে প্রতিবাদকারীরা সমবেত হচ্ছেন। প্রায় ৫০ বছর ধরে বহাল থাকার পর, গর্ভপাতের সাংবিধানিক অধিকার বাতিল করে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছেন তারা।

আদালতের এমন রায় গর্ভপাতের অনুমতির বিষয়টি অঙ্গরাজ্যগুলোর নিজেদের সিদ্ধান্তের উপর ন্যস্ত করেছে। এর মাধ্যমে ১৯৭৩ সালের রো বনাম ওয়েড নামক মামলার সিদ্ধান্তটি পাল্টে দেওয়া হয়। পুরনো রায়টি নারীদের জন্য গর্ভধারণের প্রাথমিক পর্যায়ে গর্ভপাতের অধিকারের নিশ্চয়তা দিয়েছিল।

নিউইয়র্ক, আটলান্টা, ডেট্রয়েট ও লস অ্যাঞ্জেলস সহ অন্যান্য শহরে সমবেত হয় মানুষজন।

আইওয়া অঙ্গরাজ্যের সেডার র‌্যাপিডস-এ প্রতিবাদ চলাকালীন শুক্রবার এক ব্যক্তিকে একটি ট্রাক ধাক্কা দেয়। পুলিশ জানায় ঐ ব্যক্তির আঘাত তেমন গুরুতর নয়।

নিউইয়র্ক শহরে শত শত প্রতিবাদকারী রো মামলাটির রায় পাল্টে দেওয়ার বিপক্ষে এবং গর্ভপাতের অধিকারের পক্ষে স্লোগান দেয়।

এদিকে, শুক্রবার আদালতের রায় ঘোষণার পর থেকে ওয়াশিংটনে গর্ভপাতের অধিকারের পক্ষের ও বিপক্ষের, উভয় দিকের প্রবক্তারাই সুপ্রিম কোর্টের বাইরে জড়ো হতে আরম্ভ করেন।

সপ্তাহান্তে সমবেত মানুষের এই ভিড় আকারে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

ডেমোক্র্যাট দলীয় আইনপ্রণেতাদের একটি দল, ইউএস ক্যাপিটল এর বাইরে গর্ভপাতের সমর্থক বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। প্রগতিশীল কংগ্রেস সদস্য অ্যালেক্স্যান্ড্রিয়া ওকাসিও-কর্টেজ সেখানে মানুষজনকে রাস্তায় নামার আহ্বান জানিয়ে স্লোগান দেন।

অপরদিকে, গর্ভপাতের অধিকারের বিরোধীরা শুক্রবারের রায়ে উল্লাস প্রকাশ করেন। তারা নেচে, বাদ্য বাজিয়ে ও “বিদায়, রো” বলে স্লোগান দিয়ে তাদের সমর্থন প্রকাশ করেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার আমেরিকানদেরকে প্রতি অনুরোধ জানান, যাতে তারা সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করার সময়ে শান্তি বজায় রাখেন।

যদিও তিনি বলেন যে, তিনি জানেন অনেক আমেরিকানই “হতাশ ও বিভ্রান্ত”, তবুও তিনি বলেন যে, অবশ্যই সহিংসতা পরিহার করতে হবে।

প্রেসিডেন্ট বলেন, “সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়। হুমকি ও ভীতি প্রদর্শন কোন বক্তব্য নয়। আমাদের যে কোন ধরণের সহিংসতার বিরুদ্ধে দাঁড়াতে হবে, তার পেছনে যুক্তি যাই হোক না কেন।”


XS
SM
MD
LG