অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছে না রাশিয়া


বস্টনে বার্ষিক ফোর্থ অফ জুলাই বস্টন পপস ফায়ারওয়ার্কস স্পেকট্যাকুলার-এর জন্য, ৩ জুলাই ২০২২ তারিখে একটি মহড়া পরিচালনা করছেন কিথ লকহার্ট (মাঝে)।
বস্টনে বার্ষিক ফোর্থ অফ জুলাই বস্টন পপস ফায়ারওয়ার্কস স্পেকট্যাকুলার-এর জন্য, ৩ জুলাই ২০২২ তারিখে একটি মহড়া পরিচালনা করছেন কিথ লকহার্ট (মাঝে)।

রাশিয়া সোমবার বলেছে যে, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে তারা কোন শুভেচ্ছা বার্তা পাঠাবে না।

ক্রেমলিনের মুখপাত্র দ্যমিত্রি পেসকফ সাংবাদিকদের বলেন যে, অভিনন্দন জানানো “যথাযথ বিবেচনা করার খুব একটা কারণ নেই”। একই সাথে তিনি, তার ভাষ্যমতে, যুক্তরাষ্ট্রের “অবন্ধুসুলভ নীতির” কথাও উল্লেখ করেন।

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র। দেশটি ইউক্রেনে অস্ত্র পাঠিয়েছে এবং ইউক্রেনের বাহিনীগুলোকে প্রশিক্ষণে সহায়তা করেছে। একই সাথে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রচেষ্টাতেও মুখ্য ভূমিকা পালন করেছে যুক্তরাষ্ট্র।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অতীতে এই দিনে যুক্তরাষ্ট্রের সাবেক নেতাদের অভিনন্দন জানিয়েছিলেন। তাদের মধ্যে সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং বারাক ওবামা রয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি সোমবার এক টুইট বার্তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং আমেরিকান জনগণের জন্য “শান্তি ও সমৃদ্ধি” কামনা করেন।

জেলেন্সকি লেখেন, “মুক্তি, গণতন্ত্র ও স্বাধীনতার অভিন্ন মূল্যবোধ রক্ষায় ইউক্রেনের চেষ্টার প্রতি যুক্তরাষ্ট্রের নেতৃত্বের সহায়তার জন্য আমি ধন্যবাদ জানাই।”

XS
SM
MD
LG