অ্যাকসেসিবিলিটি লিংক

জি টুয়েন্টি পররাষ্ট্রমন্ত্রীদের আলোচ্যসূচিতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ প্রসঙ্গ প্রাধান্য পাবে


বালি এবং ব্যাংককের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ২০২২ সালের ৬ জুলাই মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুসে পৌঁছেছেন। (ছবিঃএএফপি)
বালি এবং ব্যাংককের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ২০২২ সালের ৬ জুলাই মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুসে পৌঁছেছেন। (ছবিঃএএফপি)

এই সপ্তাহে ইন্দোনেশিয়ার বালিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও জি-টুয়েন্টি ররাষ্ট্রমন্ত্রীদের আলোচ্যসূচিতে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের বিষয়টি উপরের দিকে রয়েছে।

বুধবার ব্লিংকেন মন্ত্রী পর্যায়ের এই বৈঠকের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন।

যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্রাইটেনবিঙ্ক বলেছেন, যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষ কূটনীতিকদের মধ্যকার বৈঠকের আলোচ্যসূচিতে জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক স্বাস্থ্য, মাদক নিয়ন্ত্রণ এবং মিয়ানমারের পরিস্থিতি বিষয়ে সম্ভাব্য সহযোগিতার মতো বিষয়গুলো রয়েছে।

যদিও ইউক্রেন জি-টুয়েন্টির সদস্য নয়, ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার পর এর পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা-কে এই সপ্তাহের মন্ত্রীসভায় আমন্ত্রণ জানানো হয়েছিল। কুলেবা বলেছেন, তিনি সময়ের আগেই ইইউ পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেলের সাথে তার দেশের অবস্থান সমন্বয় করেছেন।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মতে, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করেছে এবং রাশিয়া তার সামরিক আক্রমণ সমাপ্ত না করা পর্যন্ত ওয়াশিংটন ক্রেমলিনের ওপর চাপ কমাবে না।

বালিতে ব্লিংকেন এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের মধ্যে কোনো আনুষ্ঠানিক বৈঠকের কথা বলা হয়নি। যুক্তরাষ্ট্র জি টোয়েন্টি-তে লাভরভের উপস্থিতির প্রতিবাদে ওয়াকয়াউটের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না।

XS
SM
MD
LG