অ্যাকসেসিবিলিটি লিংক

আমরা শান্তি ও সম্প্রীতির জন্য কাজ করছি: পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন


পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন
পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, “সমাজে যদি কোনো ধরনের সন্ত্রাস-উগ্রবাদ না থাকে, সামাজিক সম্প্রীতি বিনষ্ট না হয়, যদি শান্তি বজায় থাকে, তাহলে মানুষের মঙ্গল হয়। আমরা শান্তি ও সম্প্রীতির জন্য কাজ করছি।”

শুক্রবার (৮ জুলাই) বিকাল ৩টায়, সিলেট নগরের যুগলটিলার, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) মন্দিরে উল্টো রথযাত্রা উপলক্ষে আয়োজিত আলোচনাসভায়, প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আলোচনাসভা শেষে, মঙ্গল প্রদীপ জ্বলিয়ে রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনসহ অতিথিরা।
পরে বর্ণাঢ্য সাজে তিনটি বিশাল রথে, জগন্নাথদেব, শুভদ্রা ও বলরামের বিগ্রহসহ বিশাল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি রিকাবীবাজার, চৌহাট্টা, জিন্দাবাজার, নাইওরপুল, বন্দরবাজার, তালতলা হয়ে, ইসকন মন্দিরে ফিরে এসে শেষ হয়।
XS
SM
MD
LG