অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনের শস্য বিশ্ব বাজারে পেতে চুক্তি স্বাক্ষরিত


তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়্যেপ এরদোয়ান (ডানে) এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলের ডলমাবাহচে প্রাসাদে একটি স্বাক্ষর অনুষ্ঠানের নেতৃত্ব দিচ্ছেন। ২২ জুলাই, ২০২২।
তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়্যেপ এরদোয়ান (ডানে) এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলের ডলমাবাহচে প্রাসাদে একটি স্বাক্ষর অনুষ্ঠানের নেতৃত্ব দিচ্ছেন। ২২ জুলাই, ২০২২।

শুক্রবার ইস্তাম্বুলে ইউক্রেনের লাখ লাখ টন শস্য বিশ্ববাজারে পৌঁছে দেয়া এবং উন্নয়নশীল বিশ্বের লাখ লাখ মানুষের ক্রমবর্ধমান খাদ্য সংকট কমানোর লক্ষ্যে ইউক্রেন এবং রাশিয়া একটি চুক্তি স্বাক্ষর করেছে। এটি একটি বড় অগ্রগতি।

ইউক্রেন বিশ্বের একটি নেতৃস্থানীয় শস্য রপ্তানিকারক। দেশটি বছরে ৪০ কোটি মানুষকে খাওয়ানোর মতো যথেষ্ট খাদ্যশস্য উৎপাদন করে। তবে দেশটির প্রায় ২ কোটি টন শস্য কয়েক মাস ধরে খাদ্যগুদামে এবং কৃষ্ণ সাগরে রাশিয়ার দ্বারা অবরুদ্ধ জাহাজগুলোতে আটকে রয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু এবং ইউক্রেনের অবকাঠামো মন্ত্রী ওলেক্সান্ডার কুব্রাকভ ব্ল্যাক সি ইনিশিয়েটিভ নামে পরিচিত চুক্তিতে পালা করে স্বাক্ষর করেন। তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়্যেপ এরদোয়ানের উপস্থিতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী এবং জাতিসংঘের মহাসচিবও এতে স্বাক্ষর করেন।

জাতিসংঘ কয়েক মাস ধরে ইউক্রেন এবং রাশিয়ার কর্মকর্তাদের সাথে দুটি সমান্তরাল পথে কাজ করছেঃ একটি ইউক্রেনের দক্ষিণ কৃষ্ণ সাগর বন্দরগুলো থেকে রুশ অবরোধ তুলে নেয়ার জন্য, অন্যটি বিশ্ব বাজারে রাশিয়ার খাদ্য এবং সারের নিরবচ্ছিন্ন সরবরাহের সুবিধা প্রদানের জন্য ।

জাতিসংঘ বলেছে, ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আক্রমণের আগে ২৭ কোটি ৬০ লাখ মানুষ মারাত্নকভাবে খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছিল; এখন সংখ্যাটি সাড়ে ৩৪ কোটি বলে কর্মকর্তারা ধারণা করছেন। আশা করা হচ্ছে, এই চুক্তি খাদ্যের মূল্য বৃদ্ধির সাথে লড়াই করছে যে লক্ষাধিক মানুষ তাদের জন্য স্বস্তি বয়ে আনবে।

XS
SM
MD
LG