অ্যাকসেসিবিলিটি লিংক

কোভিড আক্রান্ত বাইডেন 'ভালোভাবে’ সুস্থ হয়ে উঠছেন, জানিয়েছেন চিকিৎসক


ওয়াইট হাউস প্রকাশিত এই ছবিতে প্রেসিডেন্ট বাইডেন ফোনে কথা বলছেন। ২২ জুলাই, ২০২২।

প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে কোভিডে আক্রান্ত হবার পর ভালোভাবেই সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন তার চিকিৎসক।

ড. কেভিন ও'কনর এক বিবৃতিতে বলেন, বাইডেনের 'উপসর্গের উল্লেখযোগ্য উন্নতি হচ্ছে', এখন গলা ব্যথাই শুধু রয়ে গেছে।

‘কণ্ঠস্বর কিছুটা ভারী রয়ে গেছে," ও'কনর আরও জানান।

চিকিৎসক এই অবস্থাকে উৎসাহব্যঞ্জক বলে অভিহিত করে বলেন, বাইডেনের গলা ব্যথা সম্ভবত "লিম্ফোয়েড অ্যাক্টিভেশনের কারণে হয়েছে, যেহেতু তার শরীর এখন ভাইরাসটি দূর করার কাজ করছে।’’

তিনি বলেন, প্রেসিডেন্টের মূল উপসর্গ, যার মধ্যে রয়েছে নাক দিয়ে পানি পড়া, কাশি ও শরীর ব্যথা 'উল্লেখযোগ্যভাবে কমে গেছে', অন্যদিকে তার নাড়ি, রক্তচাপ, শ্বাসের হার এবং শরীরের তাপমাত্রা সবই স্বাভাবিক রয়েছে।

যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের সুপারিশ মেনেই হোয়াইট হাউসে আইসোলেশনে রয়েছেন বাইডেন।

হোয়াইট হাউসের কোভিড-১৯ রেসপন্স কো-অর্ডিনেটর ড. আশিস ঝা 'ফক্স নিউজ সানডে'কে বলেন, শনিবার রাতে বাইডেনের মেডিকেল টিমের কাছ থেকে তিনি তার শেষ আপডেট পেয়েছেন এবং বাইডেনের 'দিনটি ভালো কেটেছে'।

সিবিএস-এর 'ফেস দ্য নেশন'কে দেওয়া এক সাক্ষাৎকারে ঝা বলেন, তিনি সন্দেহ করছেন যে ‘বাইডেনের এই কোভিডের ধরণটি অন্য আমেরিকানদের মতই, যারা সবগুলো টিকা নিয়েছেন, এমনকি ডাবল বুষ্টার ডোজও সম্পন্ন করেছেন বাইডেনের মত। তাদের ক্ষেত্রেও একই রকম চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা হয়েছে।‘

ঝা জানান , ৭৯ বছর বয়সী বাইডেনের করোনাভাইরাসের বিএ.৫ সাবভেরিয়্যান্ট, যা মার্কিন যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়েছে। সেখানে প্রতিদিন প্রায় এক লক্ষেরও বেশি নতুন কেস ধরা পড়ছে।

কোথা থেকে এই সংক্রমণে আক্রান্ত হয়েছেন বাইডেন তা হোয়াইট হাউস থেকে এখনও জানা যায়নি। তবে তার ১৭ জন ঘনিষ্ঠ জনের মধ্যে কারোরই এখন পর্যন্ত কোভিড পজিটিভ পাওয়া যায়নি।

XS
SM
MD
LG