অ্যাকসেসিবিলিটি লিংক

পারমাণবিক চুক্তি আলোচনার জন্য ভিয়েনায় যাচ্ছেন ইরানের প্রধান আলোচক


ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধান পারমাণবিক আলোচক আলী বাঘেরি কানি ইরানের তেহরানে ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস (ইইএএস)-এর ডেপুটি সেক্রেটারি জেনারেল এনরিক মোরার সাথে দেখা করেন। ১১ মে, ২০২২। ফাইল ছবি।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধান পারমাণবিক আলোচক আলী বাঘেরি কানি ইরানের তেহরানে ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস (ইইএএস)-এর ডেপুটি সেক্রেটারি জেনারেল এনরিক মোরার সাথে দেখা করেন। ১১ মে, ২০২২। ফাইল ছবি।

ইরানের শীর্ষ পরমাণু বিষয়ক আলোচক আলী বাঘেরি কানি ২০১৫ সালের পারমাণবিক চুক্তির পুনরুজ্জীবনের আলোচনার উদ্দেশ্যে বুধবার ভিয়েনায় যাচ্ছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র বলেছেন, তেহরান তার অধিকারের নিশ্চয়তা দেয় এমন একটি চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত।

গত মাসে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক জোসেপ বোরেল বলেছিলেন, তিনি চুক্তিটিকে পুনরুজ্জীবিত করার জন্য একটি নতুন খসড়ার প্রস্তাব করেছেন যার অধীনে ইরান অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে মুক্তির বিনিময়ে তার পারমাণবিক কর্মসূচি বন্ধ করে।

২০১৮ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তিটি থেকে বেরিয়ে আসেন, এটিকে তিনি ইরানের প্রতি খুব নমনীয় বলে অভিহিত করেন এবং যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করেন, যা তেহরানকে চুক্তিতে নির্ধারিত পারমাণবিক সীমা লঙ্ঘন শুরু করতে উদ্বুদ্ধ করে।

তেহরান এবং প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের মধ্যে ১১ মাসের পরোক্ষ আলোচনার পর মার্চ মাসে মনে হয়েছিল চুক্তিটি পুনরুজ্জীবনের কাছাকাছি পৌঁছেছে।

কিন্তু ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর(আইআরজিসি)-কে যুক্তরাষ্ট্রের বিদেশী সন্ত্রাসী সংস্থার (এফটিও) তালিকা থেকে বাদ দেয়া সংক্রান্ত তেহরানের জেদের মতো বিভিন্ন বিষয় নিয়ে একটি অচলাবস্থা আলোচনার অগ্রগতি স্থগিত করে।

একজন ইরানি কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ভিয়েনায় আলোচনা “দোহা বৈঠকের বিন্যাসে” হবে, যেখানে ইইউর দূত এনরিক মোরা ইরানের বাঘেরি কানি এবং ওয়াশিংটনের ম্যালির মধ্যস্থতাকারী ছিলেন কারণ তেহরান ওয়াশিংটনের সাথে সরাসরি আলোচনা করতে অস্বীকার করেছিল।

বুধবার দিনের আরও আগের দিকে মোরা টুইট করেছিলেন, “২০ জুলাই আলোচনার সমন্বয়কারীর পাঠ্যের ভিত্তিতে #JCPOA-এর পূর্ণ বাস্তবায়নে ফেরার উদ্দেশ্যে আলোচনা করতে ভিয়েনা যাওয়ার পথে। ”

XS
SM
MD
LG