যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আফ্রিকা সফরের প্রথম ধাপে দক্ষিণ আফ্রিকায় রয়েছেন। তার সফরের প্রথম স্থানটি হৃদয়স্পর্শী ছিল, কারণ তিনি একটি যাদুঘর পরিদর্শন করেছিলেন যা বর্ণবাদ বিরোধী সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তকে স্মরণ করে।
রোববার সেক্রেটারি ব্লিংকেন দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার বাড়ি সোয়েটো শহরের হেক্টর পিটারসন যাদুঘর এবং স্মৃতিসৌধ পরিদর্শন করেছিলেন।
জাদুঘরটির নাম হেক্টর পিটারসনের নামে রাখা হয়েছে। তিনি ১৯৭৬ সালের সোয়েটো বিদ্রোহের সময় পুলিশের গুলিতে নিহত হন। তখন তার বয়স ছিল মাত্র ১২ বছর।
স্কুলে অত্যাচারীর ভাষা হিসেবে বিবেচিত আফ্রিকান ব্যবহারের প্রতিবাদকারী কৃষ্ণাঙ্গ ছাত্রদের মধ্যে তিনি অন্যতম ছিলেন।
পিটারসনের একটি সাদা কালো ছবি, বিক্ষুব্ধ এক সহকর্মী ছাত্র বয়ে নিয়ে যাওয়ার ছবি, সারা বিশ্বে ধাক্কা দিয়েছে এবং বিদেশে বর্ণবাদ বিরোধী আন্দোলনকে জাগিয়ে তুলতে সাহায্য করেছে।
ব্লিংকেন ওই স্থানে পুষ্পস্তবক অর্পণ করেন এবং পিটারসনের বোন অ্যান্টোয়েনেট সিথোল ব্লিংকেনের জাদুঘর সফরে তার সাথে ছিলেন।
সফরের পরে সংবাদ মাধ্যমে বক্তৃতা করার সময় ব্লিংকেন জাতিগত সমতার জন্য যুক্তরাষ্ট্রের নিজস্ব লড়াইয়ের কথা উল্লেখ করেছেন।
ব্লিংকেন বলেন, তরুণরা কী করতে পারে তার প্রমাণ হিসেবে জাদুঘরটি দাঁড়িয়ে আছে।
ব্লিংকেন ওই স্থানে পুষ্পস্তবক অর্পণ করেন। পিটারসনের বোন অ্যান্টোয়েনেট সিথোল ব্লিংকেনের জাদুঘর সফরে তার সাথে ছিলেন।