অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তরপ্রদেশে জঙ্গী গ্রেফতার, নূপুর হত্যার ছক বানচাল


উত্তরপ্রদেশে জঙ্গী গ্রেফতার
উত্তরপ্রদেশে জঙ্গী গ্রেফতার

ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুর থেকে মহম্মদ নাদিম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশের জঙ্গী দমন শাখা। সে জইশ-ই-মহম্মদ এবং তেহরিক-ই-তালেবান, পাকিস্তান (টিটিপি) নামে দুটি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত বলে পুলিশ জানতে পেরেছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে।

উত্তরপ্রদেশ পুলিশের কর্তারা দাবি করেছেন, জঙ্গি দমন শাখার অফিসারদের জেরার মুখে সে স্বীকার করেছে জইশ ই মহম্মদের পক্ষ থেকে তাকে বিজেপির প্রাক্তন মুখপাত্র বর্তমানে বরখাস্ত নূপুর শর্মাকে হত্যার নির্দেশ দেওয়া হয়েছিল।

উত্তরপ্রদেশ পুলিশের জঙ্গি দমন শাখা জানিয়েছে, ধৃত ব্যক্তি পাকিস্তানে নাশকতামূলক কাজের প্রশিক্ষণ নিয়েছিল এবং ইদানীং সামাজিক মাধ্যমে যোগাযোগ রেখে চলছিল।

তার মূল পরিকল্পনা ছিল মিশন হয়ে সিরিয়া এবং আফগানিস্তানে যাওয়ার।

ধৃতের মোবাইলে বিস্কোরক তৈরি সংক্রান্ত একটি বড় রিপোর্টের পিডিএফ ফাইল উদ্ধার করেছেন তদন্তকারীরা। ফলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হামলার পরিকল্পনা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

XS
SM
MD
LG