অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের স্বাধীনতার ৭৫ পূর্তিতে ১৬৭ বছরের পুরনো বাষ্পচালিত ইঞ্জিনের ঐতিহ্যময় যাত্রা চেন্নাইয়ে


ভারতের স্বাধীনতার ৭৫ পূর্তিতে ১৬৭ বছরের পুরনো বাষ্পচালিত ইঞ্জিনের ঐতিহ্যময় যাত্রা চেন্নাইয়ে।
ভারতের স্বাধীনতার ৭৫ পূর্তিতে ১৬৭ বছরের পুরনো বাষ্পচালিত ইঞ্জিনের ঐতিহ্যময় যাত্রা চেন্নাইয়ে।

সোমবার ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ১৬৭ বছরের পুরনো বাষ্প ইঞ্জিন ছুটবে সেই দেশে। পৃথিবীর সবচেয়ে পুরনো এই ইআইআর-২১ বাষ্প ইঞ্জিন।

এই বছর ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন চেন্নাইয়ের এগমোর স্টেশন থেকে কোদামবাক্কাম স্টেশন পর্যন্ত পাড়ি দেবে এই বাষ্পচালিত রেল ইঞ্জিন।

১৮৫৫ সালে ইআইআর-২১ ইংল্যান্ড থেকে আনা হয় ভারতে। ১৯০৯ সালে এই ইঞ্জিনকে তার দায়িত্ব থেকে ছুটি দেওয়া হয়, সংরক্ষণ করে রাখা হয় বিহারের জামালপুরের একটি ওয়ার্কশপে। ১০১ বছর ধরে বিশ্রামে আছে এই ইঞ্জিন।

ইআইআর-২১ ইঞ্জিনের গতিবেগ ঘন্টায় ৪৫ কিলোমিটার।

XS
SM
MD
LG