অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের রাজধানী ঢাকায় ভারতের স্বাধীনতা দিবস উদযাপন


ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী
ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী

যথাযথ মর্যাদায়, বাংলাদেশের রাজধানী ঢাকায় ভারতের ৭৬তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১৫ আগস্ট) সকালে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের চ্যান্সেরি প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

এসময় তিনি ভারতের রাষ্ট্রপতির জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের কিছু অংশ পড়ে শোনান।

ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয় যে, এই বছরের স্বাধীনতা দিবস, ভারতের স্বাধীনতার ৭৫তম বছরকে চিহ্নিত করে উদযাপন করা হচ্ছে। ‘আজাদি কা অমৃত’ মহোৎসব উদযাপনের অংশ হিসেবে এই আয়োজন অত্যন্ত উৎসাহের সঙ্গে পালিত হয়েছে।

ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র-আইজিসিসি শিক্ষকদের নেতৃত্বে ভারতের নাগরিকদের একদল সদস্য সে দেশের জাতীয় সঙ্গীত এবং দেশাত্মবোধক গান পরিবেশন করেন। বিপুল সংখ্যক ভারতীয় এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

XS
SM
MD
LG