অ্যাকসেসিবিলিটি লিংক

পাঠ্যক্রম থেকে ধর্মীয় শিক্ষা তুলে দেওয়ার খবর সঠিক নয়: শিক্ষামন্ত্রী দীপু মনি


অপপ্রচার চলছে, পাঠ্যপুস্তকে ধর্ম সংশ্লিষ্ট কোন পরিবর্তন হয়নি: শিক্ষামন্ত্রী দীপু মনি
অপপ্রচার চলছে, পাঠ্যপুস্তকে ধর্ম সংশ্লিষ্ট কোন পরিবর্তন হয়নি: শিক্ষামন্ত্রী দীপু মনি

বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, “দেশের পাঠ্যক্রম থেকে ধর্মীয় শিক্ষা ‘তুলে দেয়া হচ্ছে’ বলে যে খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে সেটি সঠিক নয়।” শনিবার (২৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে, একটি বিশেষ মহল সরকার বিরোধী প্রচারণার অংশ হিসেবে অপপ্রচার চালাচ্ছে। আর তারা কোন কিছু খুঁজে পাচ্ছে না বলেই এখন নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচারের চেষ্টা করছে।”

তিনি আরও বলেন, “ধর্মশিক্ষা বাদ দেওয়া হয়েছে, এটি একেবারে সত্য নয়। আমরা এরই মধ্যে নতুন শিক্ষাক্রমের মাধ্যমে শিক্ষার পরিধি আরও প্রসারিত করব এবং নতুন শিক্ষাক্রমের মাধ্যমে জ্ঞান-দক্ষতা ও মূল্যবোধ প্রসারিত করব।”

“ধর্ম-নৈতিকতা ও মূল্যবোধ-এগুলো অবিচ্ছেদ্য অংশ, ধর্মশিক্ষা বাদ দেওয়ার প্রশ্নই আসে না;” বলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

XS
SM
MD
LG