অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে আগস্ট মাসে ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ১৭২ কোটি ডলার


ফাইল ফটো-ইউএস ডলার (রয়টার্স)
ফাইল ফটো-ইউএস ডলার (রয়টার্স)

চলতি আগস্টের প্রথম ২৫ দিনে, বাংলাদেশে রেমিট্যান্সের প্রবাহ কিছুটা ঊর্ধ্বমুখী হয়েছে। বাংলাদেশ ব্যাংকে জমা দেয়া বিভিন্ন ব্যাংকের তথ্য অনুসারে, এই সময়ে বাংলাদেশি প্রবাসীরা রাষ্ট্রীয় মালিকানার ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে একশ’ ৭২ কোটি ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছে।

জুলাই মাসে বাংলাদেশ ২শ’ ৭২ কোটি ডলার অভ্যন্তরীণ রেমিট্যান্স পেয়েছে। সেসময় বিদেশে বসবাসকারী বাংলাদেশিরা ঈদুল আযহা উপলক্ষ্যে পরিজনদের জন্য বেশি অর্থ পাঠায়। গত অর্থবছরের আগস্টে প্রবাসীরা একশ’ ৮১ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন।

ক্রমবর্ধমান আমদানি বিলের কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাসের মধ্যেও, বেসরকারি মালিকানার অনেক ব্যাংক এখন রাষ্ট্রীয় মালিকানার ব্যাংকের তুলনায় বেশি রেমিট্যান্স আনছে। বিভিন্ন বেসরকারি ব্যাংক, রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের চেয়ে বেশি হারে ডলার কিনছে, যা তাদের বেশি রেমিট্যান্স আকৃষ্ট করতে সহায়তা করছে।

১ থেকে ২৫ আগস্ট পর্যন্ত ইসলামী ব্যাংক ৩৫ কোটি ৬২লাখ ৩০ হাজার ডলার, অগ্রণী ব্যাংক ১১ কোটি এক লাখ ২০ হাজার ডলার এবং সিটি ব্যাংক ১০ কোটি ৯৪ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স পেয়েছে।

পূবালী ব্যাংক ৫৪ লাখ ৮০ হাজার ডলার, ডাচ-বাংলা ব্যাংক ৯ কোটি ৫৩লাখ ৮০ হাজার ডলার এবং রূপালী ব্যাংক ৯ কোটি ৩৫লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স পেয়েছে।

XS
SM
MD
LG