অ্যাকসেসিবিলিটি লিংক

২০২৩ সালের মধ্যে ব্রডব্যান্ডের আওতায় আসবে বাংলাদেশ: টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার


বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে জরুরি খাদ্য সামগ্রী বিতরণ করছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার
বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে জরুরি খাদ্য সামগ্রী বিতরণ করছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার

বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন,২০২৩ সালের মধ্যে সারাদেশ উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের আওতায় আসবে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) নেত্রকোণা পাবলিক হলে, বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে জরুরি খাদ্য সামগ্রী বিতরণকালে মন্ত্রী এ কথা বলেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নেত্রকোণা জেলা ইউনিট এই অনুষ্ঠানের আয়োজন করে।

টেলিযোগাযোগমন্ত্রী বলেন, “এক সময় টেলিযোগাযোগ ও ইন্টারনেট সংযোগ পর্যাপ্ত ছিল না। আমরা সে বিষয়টি সমাধান করেছি। এছাড়া নতুন প্রজন্মকে ডিজিটাল দক্ষতা দিতে না পারলে, উন্নত বাংলাদেশ বিনির্মাণ ত্বরান্বিত করা সম্ভব হবে না।

মোস্তাফা জব্বার বলেন, “ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ধারাবাহিকতায় বাংলাদেশের জীবনযাত্রা পাল্টে গেছে। যে গ্রামে থেকে একদিন হাইস্কুলে পড়তে পারিনি, সে গ্রামের শত শত শিক্ষার্থী আজ স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করছে। এছাড়া হাওরে এখন আউট সোর্সিং ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা লাভ করেছে। নেত্রকোনা শহরের পাশে ধর্মপাশা উপজেলার আহমেদপুর গ্রাম থেকে এখন ৬০ জন প্রোগ্রামার সফটওয়্যার তৈরির কাজ করছে।”

XS
SM
MD
LG