অ্যাকসেসিবিলিটি লিংক

কিশোরগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক


কিশোরগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
কিশোরগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ায়, বিএনপির বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে সৈয়দগাঁও চৌরাস্তা এলাকায় এই সংঘর্ষ হয়।এতে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে।

পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জালাল উদ্দিন জানান, “জ্বালানি তেলসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম। পুলিশ আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায় ও মিছিল ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে। এতে আমাদের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।”

কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. আল আমিন বলেন, “বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিলের অনুমতি ছিল না। মিছিল নিয়ে পৌর বাজারের দিকে আসলে বাধা দেয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে।”

XS
SM
MD
LG