অ্যাকসেসিবিলিটি লিংক

কেনিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ খারিজ করেছে সুপ্রিম কোর্ট


কেনিয়ার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মার্থা কুমে দেশটির সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকে অবৈধ ঘোষণা করার একটি আবেদনের রায় প্রদানে সভাপতিত্ব করছেন। ৫ সেপ্টেম্বর, ২০২২।
কেনিয়ার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মার্থা কুমে দেশটির সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকে অবৈধ ঘোষণা করার একটি আবেদনের রায় প্রদানে সভাপতিত্ব করছেন। ৫ সেপ্টেম্বর, ২০২২।

কেনিয়ার নির্বাচিত প্রেসিডেন্ট উইলিয়াম রুটো বলেছেন যে তিনি কেনিয়ার জনতার জন্য কাজ করবেন। দেশটির সুপ্রিম কোর্ট সাম্প্রতিক নির্বাচনে তার জয়কে অবৈধ দাবি করে করা একটি আবেদন খারিজ করে দেয়ার পর তিনি একথা বলেন।

আদালত সর্বসম্মতিক্রমে পরাজিত প্রার্থী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গাসহ আবেদনকারীদের ভোটে কারচুপি হওয়ার দাবিগুলো খারিজ করে দিয়েছে।

নির্বাচিত প্রেসিডেন্ট উইলিয়াম রুটো কেনিয়ার জনগণের সেবা করার অঙ্গীকার করে সোমবারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

৭ জন বিচারপতির একটি বেঞ্চ রায় দিয়েছে যে, ৯ আগস্টের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল সংবিধান ও নির্বাচনী আইন অনুযায়ী বৈধ।

বিচারকরা আরও বলেছেন, তারা কোনো উল্লেখযোগ্য অনিয়ম বা অবৈধতা খুঁজে পাননি।

আদালত বলেছে যে নির্বাচন কমিশন এমন প্রযুক্তি স্থাপন করেছে যা ভোটারদেরকে সঠিকভাবে চিহ্নিত করেছে, ফলাফল প্রেরণ করেছে এবং সে প্রযুক্তি ব্যাহত হয়নি।

আদালত আরও বলেছে, ভোটকেন্দ্রের ফলাফলে কারচুপি করা হয়নি এবং দেখা গেছে যে রুটো ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছে, যা রান-অফ এড়াতে নেতৃত্বস্থানীয় প্রার্থীর জন্য প্রয়োজনীয় মানদণ্ড।

কুমে বলেন, নির্বাচন নিয়ে কিছু সমস্যা ছিল কিন্তু কোনোটিই নির্বাচনকে বাতিল করার মতো না।

ওডিঙ্গা এক বিবৃতিতে বলেছেন, তিনি আদালতের রায়কে সম্মান করবেন।

তার রানিং মেট মার্থা করুয়া টুইটারে বলেছেন, আদালত রায় দিয়েছে, কিন্তু তিনি ফলাফলের সাথে একমত নন।

আগামী সপ্তাহে রুটো শপথ নেবেন এবং উহুরু কেনিয়াত্তার স্থলাভিষিক্ত হয়ে কেনিয়া প্রজাতন্ত্রের পঞ্চম প্রেসিডেন্ট হবেন।

XS
SM
MD
LG