যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন বর্তমানে লন্ডনে রয়েছেন। সেখানে তারা রানী এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করবেন।
শনিবার দিন শেষে লন্ডনে পৌঁছান বাইডেন। সোমবার রানীর অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে বাইডেন ছাড়াও আরও শতশত বিশ্বনেতা ব্রিটেনে সমবেত হচ্ছেন।
ধারণা করা হচ্ছে বাইডেন ও তার স্ত্রী রবিবার ওয়েস্টমিনস্টার হলে রানীর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। বুধবার থেকে রানীর শবদেহ সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত রয়েছে।
এলিজাবেথের স্মরণে আয়োজিত বিভিন্ন আচার-অনুষ্ঠানে ইউরোপের রাজপরিবারগুলোর সদস্যরাও অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
ইংল্যান্ডের রাজধানীতে সমবেত বিপুল সংখ্যক বিশিষ্ট ব্যক্তিবর্গের জন্য, রবিবার এক আনুষ্ঠানিক রাষ্ট্রীয় অভ্যর্থনার আয়োজন করেছেন রানীর ছেলে, রাজা তৃতীয় চার্লস।
ব্রিটিশ রাজা অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে সৌদি আরবের যুবরাজ মোহাম্মেদ বিন সালমানের প্রতিও এক বিতর্কিত আমন্ত্রণ পাঠিয়েছেন। প্রচলিতভাবে ধারণা করা হয়, ২০১৮ সালে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার আদেশ দেওয়ার জন্য বিন সালমানই দায়ী।