অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট জো বাইডেনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা


প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রেসিডেন্ট জো বাইডেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রেসিডেন্ট জো বাইডেন

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেন। সেখানে শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

যে সকল রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান, নিউইয়র্কে ৭৭তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে এসেছেন, তাদের সম্মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও তার স্ত্রী আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রিতে অভ্যর্থনার আয়োজন করেন।

পরে, হোটেল লোটেতে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, “মিস্টার ও মিসেস বাইডেন বাংলাদেশর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুষ্ঠানস্থলে উষ্ণ অভ্যর্থনা জানান। শেখ হাসিনা তখন জো বাইডেনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।”

বাংলাদেশর পররাষ্ট্রমন্ত্রী বলেন, “পরে আমি প্রধানমন্ত্রীকে (শেখ হাসিনা) জিজ্ঞেস করেছিলাম। তিনি উত্তর দিলেন, হ্যাঁ আমরা আলোচনা করেছি...আমি তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছি।”

XS
SM
MD
LG