অ্যাকসেসিবিলিটি লিংক

মহালয়ার শুভ আচার-অনুষ্ঠানে শুরু হলো শারদীয় দূর্গোৎসবের ক্ষণগণনা


মহালয়ার শুভ আচার-অনুষ্ঠানে শুরু হলো শারদীয় দূর্গোৎসবের ক্ষণগণনা।
মহালয়ার শুভ আচার-অনুষ্ঠানে শুরু হলো শারদীয় দূর্গোৎসবের ক্ষণগণনা।

মহালয়ার শুভ আচার-অনুষ্ঠানে শুরু হলো বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, শারদীয় দূর্গাপূজার ক্ষণগণনা। বিভিন্ন মণ্ডপে পূজা ও ভক্তির মাধ্যমে রবিবার (২৫ সেপ্টেম্বর) ভোরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে মহালয়ার ধর্মীয় আচার।

সনাতন ধর্মমতে, দুর্গাপূজা শুরুর সাত দিন পূর্বে দুর্গা দেবীর আনুষ্ঠানিক প্রার্থনা হিসেবে মহালয়া বিবেচিত হয়।আগামী ১ অক্টোবর মহাষষ্ঠীর দিনে দুর্গাপূজা শুরু হবে। এবার দেবী দুর্গা, মহা-ষষ্ঠী পূজার মধ্য দিয়ে,গজ (হাতি) চড়ে মর্ত্যলোকে আসবেন।

মহালয়া উপলক্ষে, ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটি ভোর ৬টা থেকে ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে।এই দিনটিতে সনাতন ধর্মাবলম্বীরা মৃত পূর্বপুরুষের পূজা করে এবং তাদের নামে ব্রাহ্মণদের পোশাক, খাবার ও মিষ্টি উপহার দিয়ে শ্রদ্ধা জানায়।

এ বছর বাংলাদেশে মোট ৩২ হাজার ১৬৮ টি পূজামণ্ডপ হবে।

এর আগে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছিলেন, আসন্ন দুর্গাপূজায় প্রতিটি পূজামণ্ডপে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। সেইসঙ্গে পূজা মণ্ডপে স্থায়ীভাবে আনসার সদস্যরা পাহারায় থাকবেন।

XS
SM
MD
LG