অ্যাকসেসিবিলিটি লিংক

করতোয়ায় নৌ-দুর্ঘটনা: আট মরদেহ পাওয়া গেছে দিনাজপুরের আত্রাই ও ঢেপা নদীতে


বোদা শহরের কাছে নৌকা ডুবির পর করতোয়া নদীর তীরে লোকজনের ভিড়। ২৫ সেপ্টেম্বর, ২০২২। (ছবি-ফিরোজ আল সাবাহ/এএফপি)
বোদা শহরের কাছে নৌকা ডুবির পর করতোয়া নদীর তীরে লোকজনের ভিড়। ২৫ সেপ্টেম্বর, ২০২২। (ছবি-ফিরোজ আল সাবাহ/এএফপি)

বাংলাদেশের পঞ্চগড় জেলার করতোয়া নদীতে ইঞ্জিন চালিত নৌকা-ডুবির পর, নিখোঁজ দুই শিশু ও ছয় নারীর মরদেহ সোমবার (২৬ সেপ্টেম্বর) দিনাজপুরের আত্রাই ও ঢেপা নদী থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, জেলার খানসামা ও বীরগঞ্জ উপজেলার নদীতে মরদেহগুলো ভেসে আসে।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় জানান, “সোমবার বিকাল ৪টা পর্যন্ত আত্রাই নদী থেকে এক শিশু ও চার নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে চারটি মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, একই সময়ে আত্রাই ও ঢেপা নদী থেকে এক শিশু ও দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

দিনাজপুর জেলার পুলিশ সুপার (এসপি) শাহ ইফতেখার আহমেদ বলেন, “পঞ্চগড়ের বোদা এলাকায় নৌ-দুর্ঘটনায় নিহতদের মরদেহ শনাক্ত করেছে তাদের পরিবার। এরপর যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করেছি আমরা।”

XS
SM
MD
LG